অবশেষে পাকিস্তানের মাটিতে আফ্রিদির সঙ্গে খেলতে রাজি হলেন ড্যারেন স্যামি!
ড্যারেন স্যামি অনেক পাকিস্তান ভক্ত। এমন সিদ্ধান্ত নিতেই পারেন তিনি। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এবার পেশোয়ার জালমির অধিনায়কের দায়িত্ব পালন করছেন ড্যারেন স্যামি। একই দলের হয়ে খেলছেন শহীদি আফ্রিদি। শ্রীলঙ্কায় যাওয়ার আগে এই দলের হয়ে খেলেছেন টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল।
পিএসএলের অন্যসব ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হলেও ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে পাকিস্তানের লাহোরে। টুর্নামেন্টে প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছে কোয়েটা গ্লাডিয়েটরস। গত ২৮ ফেব্রুয়ারি পেশোয়ার জালমিকে ১ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে তারা।
কোয়েটা গ্লাডিয়েটরসের কাছে হারলেও ফাইনালে উঠার জন্য পেশোয়ার জালমির সামনে আরকেটি সুযোগ রয়েছে। আগামীকাল তৃতীয় কোয়ালিফায়িং ফাইনাল ম্যাচে করাচি কিংসের মুখোমুখি হবে পেশোয়ার জালমি।
পেশোয়ার জালমি যদি ফাইনালে উঠে তাহলে লাহোরে খেলতে আসতে পারেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ড্যারেন স্যামি। এমনই ইঙ্গিত দিয়ে রেখেছেন শহীদ আফ্রিদি। তিনি বলেছেন, এই ‘সুসংবাদটি’ শুক্রবার ম্যাচের পর আসতে পারে।
কোয়েটা গ্লাডিয়েটরস ফাইনাল ম্যাচে কয়েকজন গুরুত্বপূর্ণ বিদেশি খেলোয়াড় পাবে না। নিরাপত্তার কারণ দেখিয়ে বিদেশি খেলোয়াড়রা পাকিস্তানে খেলতে আসতে চাইছেন না। দলের তিন ইংলিশ খেলোয়াড় কেভিন পিটারসেন, লুক রাইট ও টাইমাল মিলস ইতোমধ্যে লাহোরে অনুষ্ঠেয় ফাইনাল ম্যাচে খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন