অবশেষে পোস্ট থেকে লক্ষ লক্ষ টাকা আয়ের সুবিধা চালু করেছে ফেসবুক
অবশেষে অনলাইন ভিডিও শেয়ারিং মাধ্যম ইউটিউবের মতো আপলোডকৃত পোস্ট থেকে অর্থ আয়ের সুবিধা চালু করতে যাচ্ছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত এক ব্লগ পোস্টের বরাতে এমন খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম আইএএনএস।
গণমাধ্যমটি তাদের প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, শিগগিরই ফেসবুক তাদের ব্যবহারকারিদের জন্য পোস্টের উপর অর্থ আয়ের সুবিধা চালু করতে যাচ্ছে। এই সুবিধার ফলে ব্যবহারকারিরা তাদের পোস্টের উপর ভিত্তি করে নির্দিষ্ট পরিমাণ অর্থ আয়ের সুযোগ পাবেন।
তবে পোস্টের মাধ্যমে অর্থ আয়ের সুবিধা ফেসবুকের সকল ব্যবহারকারীদের জন্য চালু নাও হতে পারে। শুধুমাত্র প্লাটফর্মটির ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে যে পোস্ট দেওয়া হবে তা থেকেই এই অর্থ আয়ের সুযোগ পাওয়া যাবে।
এ বিষযে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ফেসবুক পোস্ট থেকে অর্থ আয় করার সুযোগ সৃষ্টির বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। কিন্তু ফেসবুকের সহযোগিদের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই অর্থ আয়ের মডেল দাঁড় করানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। তবে শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে প্রতিষ্ঠানটি।
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন