অবশেষে বিয়ে করছেন নায়কা হ্যাপী!
ক্রিকেটার রুবেল হোসেনের সঙ্গে প্রেম প্রেম খেলা। প্রেমে ভাঙন। থানায় যৌন হেনস্থার মামলা। কোট-কাচারী। শেষমেষ মামলা তুলে নিয়ে তবলীগ জামাতের বেশ ধারণ। কতকিছুই না করেছেন আলোচিত মডেল ও অভিনেত্রী নাজনিন আক্তার হ্যাপী। সেইসব আলোচনার রেশ কাটতে না কাটতেই নতুন খবরে মজেছে শোবিজ দুনিয়া। বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আলোচিত নায়িকা হ্যাপী! এমন তথ্যের সত্যতা মিলেছে হ্যাপীর ছোটবোন শারমিন আক্তার পপির ফেসবুক স্টাটাস সূত্রে।
সোমবার দুপুরে পপি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ‘আলহামদুলিল্লাহ্!! আজকে খুব বড় একটি সুসংবাদ জানতে পারলাম!! আর তা হল, আমার বড় বোন নাজনীন আক্তার হ্যাপীর বিয়ে ঠিক করা হয়েছে। আমার বোনের পছন্দ ও পরিবারের সবার মত নিয়ে বিয়ের সব কিছু ঠিকঠাক করা হয়েছে। আলহামদুলিল্লাহ্! আলহামদুলিল্লাহ্! আলহামদুলিল্লাহ…..।’
এমন খবরের সত্যতা নিশ্চিত করতে হ্যাপীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিয়ের ব্যাপারে আপাতত কোনো মন্তব্য করতে চাচ্ছি না। সময় হলে সব আমি নিজেই জানাবো।’ এমনকি পাত্র কে, সে ব্যাপারেও কিছু বলেননি হ্যাপী। তবে ধারণা করা হচ্ছে পারিবারিকভাবেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ক্রিকেটার রুবেল হোসেনের সাবেক এই প্রেমিকা।
তবে হ্যাপী বলে কথা। ছোটবোনের দেয়া ফেসবুকের ওই স্টাটাস ও হ্যাপীর মুঠোফোনে দেয়া তথ্যের মিল কতটুকু সে ব্যাপারে রয়েছে যথেষ্ট সন্দেহ। কেননা, বিভিন্ন ব্যাপারে বিভিন্ন সময়ে এর আগেও অনেক স্টাটাস দিয়েছেন হ্যাপী নিজে। যার কোনটাই ঠিক ছিল না। সবই ছিল দুষ্টামী। হ্যাপীর ছোটবোনের দেয়া স্টাটাসও তারই অংশ কিনা সেটা জানা যাবে ক’দিন বাদেই।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন