অবশেষে ভাঙল ভারতের উদ্বোধনী জুটি!

সিরিজের শেষ টেস্টে টসে জিতে ব্যাট করতে নেমে প্রায় পাঁচশর কাছাকাছি রান তুলে ফেলেছিল সফরকারী ইংল্যান্ড। আপাতদৃষ্টিতে এই স্কোরকে বেশ নিরাপদ মনে হলেও ভারতের ব্যাটিং লাইনআপ এই ধারণাকে গুঁড়িয়ে দিল।
দুই ওপেনার মিলেই তুলে ফেলল ১৫২ রান! চেন্নাইয়ের ব্যাটিং সহায়ক উইকেটে দুই দল যেন রানের উৎসবে মেতেছে!
দীর্ঘদিন পর দলে সুযোগ পেয়ে তার চমৎকার সদ্ব্যবহার করলেন উইকেটকিপার ব্যাটসম্যান পার্থিব প্যাটেল। ১১২ বলে ৭ বাউন্ডারিতে ৭১ রানের দুর্দান্ত এক ইনিংস খেললেন তিনি। শেষ পর্যন্ত মঈন আলীর বলে জস বাটলারের হাতে ধরা পড়ে প্যাভিলিয়নে ফিরেন পার্থিব। তবে তার সঙ্গী লোকেশ রাহুল এখনও অপরাজিত আছেন ৮৯ রান নিয়ে। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন সেঞ্চুরির দিকে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারত ৩০৪ রানে পিছিয়ে আছে।
এর আগে মঈন আলীর দুর্দান্ত সেঞ্চুরির পাশাপাশি রুট, ডসন আর আদিল রশিদের ব্যাটে ভর করে ৪৭৭ রানে অলআউট হয় ইংল্যান্ড। মঈন আলী ১৪৬ রান করেন। ৩০০ রানে ৬ উইকেট পড়ে গেলেও টেলএন্ডারদের দাপটে বড় স্কোর গড়ে ইংল্যান্ড।
উল্লেখ্য, ইতোমধ্যে ৩-০ তে সিরিজ নিজেদের করে নিয়েছে বিরাট কোহলির ভারত।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন