অবশেষে ভারত ও শ্রীলঙ্কা সফরের দলে সেই নাসির

বাংলাদেশ দল এখন নিউজিল্যান্ড সফরে ব্যস্ত। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষে খেলছে সিরিজের প্রথম টেস্ট। এরই মধ্যে ভারত ও শ্রীলঙ্কা সফরের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৩০ সদস্যের প্রাথমিক দলটি ঘোষণা করে।
আগামী ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ। ম্যাচটি হবে হায়দরাবাদে ৯ ফেব্রুয়ারি থেকে। যদিও প্রথমে শুরু হওয়ার কথা ছিল ৮ ফ্রেব্রুয়ারি। দুই বোর্ড আলোচনার মাধ্যমে একদিন পিছিয়েছে ম্যাচটি।
এরপরই মার্চে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের। সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলার কথা দুই দলের। অবশ্য দিন-তারিখ এখনো ঠিক হয়নি।
এই দলে আছেন বিপিএলে চমক দেখানো মেহেদী মারুফ। এ ছাড়া গত অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করা আবদুল মজিদকে রাখা হয়েছে। বল হাতে সে ম্যাচে ভালো করা পেসার ইবাদত হোসেনও আছেন এই দলে।
এই দলে ফিরেছেন নিউজিল্যান্ড সিরিজে সুযোগ না পাওয়া অলরাউন্ডার নাসির হোসেন। বিপিএলে দারুণ পারফরম্যান্স দেখিয়েও কিউইদের বিপক্ষে সিরিজের দলে সুযোগ দেওয়া হয়নি তাঁকে। তাই ঘরোয়া আসর জাতীয় লিগে ডাবল সেঞ্চুরি করে ঠিকই সেই অবহেলার জবাব দিয়েছেন তিনি। তাই এই দলে নেওয়া হয়েছে তাঁকে। তবে মূল দলে সুযোগ পাবেন কি না, সেটাই এখন দেখার।
ভারত ও শ্রীলঙ্কা সফরের প্রাথমিক দল : তামিম ইকবাল, ইমরুল কায়েস, এনামুল হক, আবদুল মজিদ, লিটন দাস, মাহমুদউল্লাহ, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, মেহেদী মারুফ, মোসাদ্দেক হোসেন, নাসির হোসেন, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, শুভাগত হোম, তাইজুল ইসলাম, তানভীর হায়দার, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শুভাশীষ রায়, আল আমিন হোসেন, আলাউদ্দিন বাবু, রুবেল হোসেন, শফিউল ইসলাম ও ইবাদত হোসেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন