অবশেষে মাহমুদউল্লাহকে উপেক্ষার জবাবটা হাতেনাতে্ই পেল
জয়ের জন্য সমীকরণটা একেবারে সহজ। ১০ বলে দরকার মাত্র ৭ রান। যেকোনো পরীক্ষিত ব্যাটসম্যানের জন্য এটা তেমন কোনো বড় বিষয় নয়। ব্যাটিং অর্ডার অনুযায়ী সরফরাজ আহমেদ আউট হওয়ার পর মাহমুদউল্লাহ রিয়াদের নামার কথা। তবে মাহমুদউল্লাহ নয়, ব্যাট হাতে নামলেন আনোয়ার আলী। ওভারের পরের চার বলে দুই রানই নিতে পারলেন রিলে রুশো ও আনোয়ার।
শেষ ওভারেও হিসাবটা সহজ ছিল কোয়েটার জন্য। ৬ বলে দরকার ৫ রান। মোহাম্মদ সামির প্রথম দুটি বলে রানই নিতে পারেননি আনোয়ার। তৃতীয় বলে নেন এক রান। সবাইকে অবাক করে দিয়ে চতুর্থ বলটাও মিস করলেন রুশো। পঞ্চম বলে দুই রান নিতে গিয়ে রান আউট হলেন আনোয়ার। ষষ্ঠ বলে এক রানের বেশি নিতে পারেননি রুশো।
পকেটে চলে আসা ম্যাচটা হেরে বসল কোয়েটা গ্লাডিয়েটর্স। আনোয়ার আলীর বদলে মাহমুদউল্লাহ রিয়াদ নামলে ম্যাচের ফলাফলটা ভিন্ন হতে পারত। কারণ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) হেরে বসা অনেক ম্যাচ একাই জিতিয়েছেন এই মাহমুদউল্লাহ রিয়াদ।
টস হেরে প্রথমে ব্যাটিং করে ইসলামাবাদ ইউনাইটেড নির্ধারিত ২০ ওভারে তোলে ১৬৫ রান। জবাবে ১৬৪ রানে শেষ হয় কোয়েটা গ্লাডিয়েটর্সের ইনিংস।
১৬৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৬ রানে বিদায় নেন ওপেনার আসাদ শফিক। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ১৩৩ রান যোগ করে জয়ের রাস্তাটা প্রশস্ত করে দেন আহমেদ শেহজাদ ও কেভিন পিটারসেন। শেহজাদ ৫৯ ও পিটারসেন করেন ৬৯ রান। মাত্র ৪৩ বলে ৬৯ রান করেন ইংলিশ ব্যাটসম্যান পিটারসেন। দুই ওভারের ব্যবধানে দুজনই বিদায় নেন। এরপর সরফরাজ আহমেদ বিদায় নিলে চাপে পড়ে যায় কোয়েটা। পরের গল্পটুকু তো জানাই আছে।
এর আগে হুসাইন তালাতের হাফ সেঞ্চুরি, শেন ওয়াটসনের ২৯ ও অধিনায়ক মিসবাহ উল হকের ২৫ রানে ভর করে ১৬৫ রান করে ইসলামাবাদ ইউনাইটেড।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন