অবশেষে মিরাজের প্রশংসায় আইসিসি যা বলতে চাইলেন….

রবিবার মিরপুরে দ্বিতীয় টেস্টে ২৭৩ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই চালিয়ে খেলতে থাকে ইংল্যান্ড। ওপেনিং জুটিতে তারা ১০০ রানের পার্টনারশীপ গড়ে ফেলে। এমন সময় আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ।
তারপর থেকেই ভাঙন ধরে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপে। সাকিব আর মিরাজ মিলেই ইংল্যান্ডকে ১৬৪ রানে অলআউট করে দেন। মিরাজ নেন ছয়টি উইকেট। আর সাকিব আল হাসান নেন চারটি উইকেট।
এই ম্যাচে ১২ উইকেট নেয়ায় ম্যান অব দ্য মাচের পুরস্কার পান মেহেদী হাসান মিরাজ। আর পুরো সিরিজে ১৯ উইকেট নেয়ায় ম্যান অব দ্য সিরিজও নির্বাচিত হন তিনি।
অভিষেক সিরিজেই এমন দারুণ পারফরম্যান্সের কারণে মিরাজের প্রশংসা করেছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা তাদের ফেইসবুক পেইজে লিখেছে, মেহেদী হাসান হচ্ছেন ম্যান অব দ্য ম্যাচ। তার ১২ উইকেটের সুবাদে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
আইসিসি তাদের ফেইসবুক পেইজে আরও লিখেছে, কী চমৎকার অভিষেক সিরিজ! ক্যারিয়ারের প্রথম দুই টেস্টে ১৯ উইকেট নিয়ে ম্যান অব দ্য সিরিজ মেহেদী হাসান।
রবিবার শেষ হয়েছে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচ। এই ম্যাচে ১০৮ রানে জয় পেয়েছে বাংলাদেশ। ফলে, সিরিজটি ১-১ সমতায় শেষ হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন