অবশেষে মুক্তি পাচ্ছে বাংলাদেশের সেই সব বিতর্কিত ছবি!

অশ্লীলতার যুগে নির্মিত হওয়া চলচ্চিত্রগুলো ধীরে ধীরে মুক্তি পেতে যাচ্ছে। এর মধ্যে মুক্তি পেয়েছে ‘অশান্ত মেয়ে’ শিরোনামের চলচ্চিত্রটি। এদিকে এর ধারাবাহিকতায় এবার মুক্তি পেতে যাচ্ছে আলেকজান্ডার বো অভিনীত ‘পাকড়াও’ চলচ্চিত্রটি। এ চলচ্চিত্রটিও চরম অশ্লীলতার যুগে নির্মাণ করা হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
নানা জটিলতায় সেই সময়ে মুক্তি দেয়া সম্ভব হয়নি ছবিগুলো। তাই এগুলোই চুপিসারে ফাঁক-ফোঁকর গলে মুক্তি পেয়ে যাচ্ছে। এরমধ্যে গত ৩০ অক্টোবর মুক্তি পায় ‘অশান্ত মেয়ে’ নামের একটি ছবি।এটি রাজধানীর রাজিয়াসহ বেশকিছু সিনেমা হলে চলে। ‘অশান্ত মেয়ে’ মুক্তির এক সপ্তাহ পরেই আবারো মুক্তি পেতে যাচ্ছে সেই সময়ে নির্মিত ‘পাকড়াও’।
হারুনুজ্জামান নির্মিত এ ছবিটিও অশ্লিলযুগে নির্মিত বলে একটি সূত্রে জানা গেছে। আলেক জান্ডার বো অভিনীত এই ছবিটি ১৩ই নভেম্বর মুক্তি পাচ্ছে বলে কাকরাইল-এর বুকিং এজেন্টরা জানিয়েছেন। তবে এই শ্লীলতার সময়ে ‘পাকড়াও’ ছবির অশ্লিলতার কতটুকু সেন্সরের কাঁটাতার ডিঙ্গোতে পেরুছে তাই দেখা যাবে ১৩ই নভেম্বর। পাকড়াও ছবিতে আলেকজান্ডার ছাড়াও আরও অভিনয় করেছেন অনন, সানভির, মাহিনা, শিবা সানু।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন