অবশেষে মুখ খুললেন কঙ্গনার বাবা

ঋত্বিক-কঙ্গনা মামলার জট যতই খুলতে শুরু হয়েছে ততই যেন কঙ্গনার ঘাড়ে দোষ চাপিয়ে দেয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত সকল কিছু কঙ্গনাকে ভুল বলে সাব্যস্ত করছে।
কঙ্গনার সাবেক প্রেমিকারা একের পর এক তথ্য দিয়ে বোমা ফাটিয়ে বেড়াচ্ছেন। তাদের ভাষ্যমতে, কঙ্গনা কালোযাদু করে বেড়ায়। তিনি যেকোনো ছেলেকে পাবার জন্য সব কিছু করতে পারে। বর্তমানে তার টার্গেট ঋত্বিক। সাবেক প্রেমিকগণ এরকম অনেক কিছু সহ্য করেছেন বলেও অভিযোগ করেন তারা।
এরপর আর চুপ থাকতে পারলেন না কঙ্গনার বাবা ওমরদিপ রনৌত। টাইম্স অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুসারে জানা যায়, কঙ্গনার বাবা তার বিরুদ্ধে লিপ্ত ব্যক্তিদের বলেন, কঙ্গনার সফলতা অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই তার পেছনে সবাই উঠেপড়ে লেগেছে।
তিনি আরও জানান, বাবা হিসেবে এই বিষয়গুলো তাকে খুব কষ্ট দিচ্ছে। কারণ বিভিন্ন স্থানে কঙ্গনার বিরুদ্ধে নেতিবাচক অপপ্রচার তার আর সহ্য হচ্ছে না। যেখানে তার মেয়ে তৃতীয়বারের মত জাতীয় চলচ্চিত্র গ্রহণ করতে যাচ্ছেন, সেখানে তার বিরুদ্ধে এত অপপ্রচার খুব জঘন্য একটি কাজ।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন