অবশেষে মুশফিককে নিয়ে এসেছে সুখবর

ভয় নেই মুশফিককে নিয়ে। ভক্তদের বাড়তি চিন্তারও দারকার নেই। তাকে নিয়ে এসেছে সুখবর। ভারত সফরের জন্য টাইগারদের আনুষ্ঠানিক অনুশীলন শুরু না হলেও, ঐচ্ছিক অনুশীলন করেছেন বেশ কিছু ক্রিকেটার। মুশফিক-ইমরুলের পাশাপাশি সোমবার বিসিবি’র জিম ও একাডেমি মাঠে ঘাম ঝরিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা।
ইনজুরি থেকে সেরে উঠতে পুনর্বাসন প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন বাংলাদেশ জাতীয় টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। রোববার থেকে নেটে ব্যাটিং শুরু করা মুশফিক, আজ বিসিবি একাডেমি মাঠে ব্যাটিং করেছেন আরো লম্বা সময় ধরে। পুরো সেশনে বেশ সাবলীল ভাবেই অনুশীলন করেন মুশি।
এদিকে, অনুশীলন না করলেও, ছুটি কাটিয়ে একাডেমিতে ফিরেছেন মোস্তাফিজ-মিরাজরা। এছাড়া, এদিন জিমে সময় কাটিয়েছেন কামরুল ইসলাম রাব্বি ও শুভাশীষ রায়। ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্টের জন্য নিজেদের প্রস্তুত করছেন এই টাইগার পেসাররা।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন