অবশেষে সালমানের প্রেমিকা লুলিয়ার গোপন ভিডিও ফাঁস!

বলিপাড়ার জোর কানাঘুষা শুনা যাচ্ছে। খান পরিবারে ‘নূর’ হতে চলেছেন রাশিয়ান সুন্দরী লুলিয়া। যদিও এ-সম্পর্কে এখনো মুখে কুলুপ এঁটে আছেন সালমান। তবে হাবভাবে ষোলআনা বুঝিয়ে দিচ্ছেন ‘ডাল মে কুছ তো কালা হ্যায়’। তারই কিছু ঝলক আবার সামনে অপেক্ষা করছে।
প্রীতি জিন্তার রিসেপশনে লুলিয়াকে নিয়ে জোড়া বেঁধে হাজির হয়ে প্রেমে বিতর্কে ঘি ডেলেছেন স্বয়ং সালমান।
আর সেই আগুনের তাপ আরো জোড়াল হলো এবার। সম্প্রতি সামনে এসেছে এক ভিডিও যেখানে দেখা যাচ্ছে সালমানের বাড়িতে রয়েছেন এই বিদেশিনী।
লুলিয়ার সঙ্গে খান পরিবারের সম্পর্ক খুব ভাল। প্রথম থেকেই একথা শোনা যাচ্ছে বলিউড পাড়ায়। তবে লুলিয়া ছাড়া বলিউডের এমন অনেক অভিনেত্রী আছেন যাদের সঙ্গে সালমানের সম্পর্ক মধুর। কিন্তু তারা কেউই সালমানের বাড়িতে দিনের পর দিন এমন করে কাটান না। আর তাতেই বাড়ছে কথা।
এদিকে ‘সুলতান’ দিয়ে বলিউডে এন্ট্রি নিয়ে ফেলেছেন লুলিয়া। যদিও সেটা গান। কিন্তু বলিউড পাড়ার খবর খুব শিগগিরি নাকি সালমানের সঙ্গে একপর্দায় দেখা যাবে তাকে। তবে লুলিয়ার কথায়, ’যদি সালমানের মত থাকে তবেই তিনি অভিনয় করবেন’।
তাই মুখে না বললেও কাজে বোঝা যাচ্ছে লুলিয়ার প্রেমে এখন মগ্ন ভাইজান।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন