অবশেষে সেই কালো ব্যাটের অনুমোদন পেলেন আন্দ্রে রাসেল

ক্যারিবিয়ান তারকা অররাউন্ডার আন্দ্রে রাসেলকে বিগ ব্যাশে কালো ব্যাট দিয়ে খেলার অনুমতি দিয়েছে। তবে এক্ষেত্রে বল যাতে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তা্র জন্য ব্যাটের গায়ে পরিস্কার একটি প্রলেপ দেওয়া হয়েছে।
তবে এর আগে রাসেলের এই কালো ব্যাট নিষিদ্ধ করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ঘরোয়া আসর বিগ ব্যাশে প্রথম ম্যাচে সিডনি থান্ডার্সের হয়ে কালো ব্যাট ব্যবহার করেছিলেন রাসেল।
সে সময় ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, বিভিন্ন রংয়ের ব্যাট ব্যবহারের অনুমতি আমরা দিয়েছি। তা কালো হোক বা অন্য যে কোনে রং। তাই রাসেলের ব্যাটকেও আমরা অনুমোদন দিয়েছিলাম। কিন্তু পরে আমরা পর্যবেক্ষণ করে দেখি ব্যাটটিতে কিছু সমস্যা রয়েছে। এটি সাদা রংয়ের বলের রং নষ্ট করে। তাই পরে আমরা অনুমোদনটি প্রত্যাহার করে নেই।
ফের রাসেলের কালো ব্যাটকে অনুমোদন দেওয়ার পর ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, এখন থেকে ব্যাটের উপর একটি পরিস্কার প্রলেপ থাকবে। ফলে বলে কোন ক্ষতি হবে না। তাই রাসেল এখন থেকে তার ব্যাটটি ব্যবহার করতে পারবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন