অবসরপ্রাপ্ত পুলিশের অকাণ্ড, জীবন গেল নাতির

ঝালকাঠির এক অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে কিশোরী গৃহকর্মীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। ওই কিশোরী তার দূর সম্পর্কের নাতি ছিল।
নিহত কিশোরীর নাম কাজল (১৪)। সে বানারীপাড়া উপজেলার খেজুরবাড়ি আবাসনের বাসিন্দা হিরণ হাওলাদারের কন্যা।
অভিযুক্ত সাবেক পুলিশ সদস্যের নাম আব্দুল মান্নান। তিনি ঝালকাঠি সদর উপজেলার গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের রত্নপূর গ্রামের অধিবাসী।
স্থানীয় সূত্র জানায়, হিরণ হাওলাদার তার কিশোরী কন্যা কাজলকে ৫/৬ মাস পূর্বে দূর সম্পর্কের মামাশ্বশুর আব্দুল মান্নানের বাসায় গৃহকর্মীর কাজে দেন।
হঠাৎ গত ৮ মার্চ দুপুরে আব্দুল মান্নানের স্ত্রী ও তার পুত্রবধূ হিরণ হাওলাদারের বাড়িতে বাবা-মায়ের অনুপস্থিতিতে কাজলকে রেখে যায়।
কাজ থেকে ফিরে বাবা-মা বাকরুদ্ধ ও গুরুতর অসুস্থ অবস্থায় কাজলকে দেখতে পেয়ে তাকে নিয়ে বানারীপাড়া থানায় যান।
থানার ওসি মো. সাজ্জাদ হোসেন প্রথমে তাকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠান।
সেখানে অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপপাতালের ওসিসিতে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৬টায় তার মৃত্যু হয়।
কাজলের বাবা হিরণ হাওলাদার অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তার মেয়েকে গৃহকর্তা আব্দুল মান্নান ধর্ষণসহ শারীরিক ও মানসিক নির্যাতন করে মৃত্যুর দিকে ঠেলে দেন।
এ ব্যপারে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন জানান, তার কাছে বাকরুদ্ধ ও অসুস্থ কাজলকে নিয়ে আসার পর তিনি চিকিৎসার ব্যবস্থা করেছেন। ঘটনাস্থল ঝালকাঠী সদর থানার আওতাধীন হওয়ায় সেখানের ওসিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার জন্য অবহিত করেছেন।
এদিকে শনিবার বরিশাল শেবাচিম হাসপাতালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর ঝালকাঠী থানায় হত্যা মামলা দায়ের করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

তারাবির নামাজে দুই মুসল্লির হাতাহাতি, ঘুষিতে একজনের মৃত্যু
পটুয়াখালীর বাউফলে তারাবির নামাজ আদায়কে কেন্দ্র করে হাতাহাতির একপর্যায়ে একজনেরবিস্তারিত পড়ুন

গৃহবধূ সীমার লাশের দুই টুকরা উদ্ধার!
ঝালকাঠির রাজাপুর উপজেলায় সীমা নামে এক গৃহবধূর মরদেহের দুই টুকরাবিস্তারিত পড়ুন

ঝালকাঠিতে গৃহবধূকে ধর্ষণ, আসামী গ্রেফতারের চেষ্টা চলছে ..
ঝালকাঠিতে এক গৃহবধূকে ধর্ষনের আভিযোগে ঝালকাঠি থানায় মামলা দায়ের করাবিস্তারিত পড়ুন