অবসরের কথা জানালেন টাইগার সাকিব!
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সম্মান উজ্জ্বল করেছেন টাইগার সাবেক অধিনায়ক মিঃ অলরাউন্ডার সাকিব আল হাসান। ১০ বছরের আন্তর্জাতিক ক্রিকেটে গড়েছেন বহু রেকর্ড। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে চলতি সিরিজের প্রথম ম্যাচেই গড়েছেন দেশের হয়ে তিন ফরমেটে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড। সাম্প্রতি সাকিব জানিয়েছেন অবসরের কথা।
সাকিব বলেন, ‘ইচ্ছা আছে ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত খেলা। যদি খেলার সুযোগ হয়, তাহলে লিখে দিতে পারেন ওই আসর থেকেই ক্রিকেটকে বিদায় জানাব। অত দূর যেতে হলে আমার ফিটনেস ও পারফরম্যান্স ধরে রাখতে হবে। ধরে রাখলে হবে না, উন্নতিও করতে হবে। ২০১৯ বিশ্বকাপেই বাংলাদেশের দারুণ সম্ভাবনা আছে। পরের চার বছরে দল আরও অনেক পরিণত হবে, দলের সবাই আরো অভিজ্ঞ হবে।’
২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপ নিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের এই দল থেকে পরের বিশ্বকাপের আগে কেউ যদি অবসর নেয়ও, সেটা মাশরাফি ভাই ছাড়া আর কাউকে দেখি না। বাকিদেরও যদি ধরি, তাহলেও ৮-৯ জন থাকবে,যারা ২০০-২৫০ ম্যাচের অভিজ্ঞতা নিয়ে ইংল্যান্ডে যাবে। বিশ্বকাপের সবচেয়ে অভিজ্ঞ দল হবে হয়তো বাংলাদেশ। তাছাড়া ইংল্যান্ডের কন্ডিশন কিংবা পেস বোলিং নিয়ে আর চিন্তার কিছু আছে। এখন অন্যরা আমাদের নিয়ে টেনশন করবে!’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন