অবসরের কথা শুনতেই বিরক্ত মিসবাহ
বয়স মাত্র ৪২ বছর! এ বয়সেও পাকিস্তানের টেস্ট দলের নির্ভরতার প্রতীক মিসবাহ-উল-হক। নিজেকে শতভাগ প্রমাণ করেই দলটির টেস্ট অধিনায়কও তিনি। পাকিস্তানকে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন তিনি। তবে বয়সে বুড়িয়ে যাওয়ায় মিসবাহর অবসর নিয়ে অনেকেরই কৌতূহল।
কবে অবসর নিচ্ছেন মিসবাহ? পাকিস্তানের রঙিন জার্সি তো ছেড়েছেন, সাদা জার্সিটা কখন তুলে রাখবেন? অবসর নিয়ে কোনো ভাবনা আছে কিনা? কোন সিরিজকেই ক্যারিয়ারের শেষ সিরিজ ভাবছেন? এমন নানা প্রশ্ন।
বিশেষ করে মিসবাহর সামনে এই প্রশ্নগুলো আসে কোনো সিরিজ সামনে আসলেই। সামনে রয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের টেস্ট সিরিজ। সম্প্রতি নিউজিল্যান্ডের কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হয়েছে মিসবাহর দল। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে অনেকে মিসবাহর শেষ দেখছেন! মিসবাহ কিন্তু তাতে কর্ণপাত করছেন না। উল্টো অবসের প্রশ্নে বিরক্ত তিনি।
মিসবাহ বলেন, ‘আমি আমার ক্যারিয়ারের একটি নির্দিষ্ট অবস্থানে আছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি, দলকে এখনো অনেক কিছু দেয়ার আছে। এছাড়া আমি কখনো ভাবি না যে কোনো একটা সিরিজকে আমার শেষ বলে চিহ্নিত করা দরকার আছে।’
অবসর নিয়ে পাকিস্তানের টেস্ট অধিনায়ক আরো বলেন, ‘অবসরের সিদ্ধান্ত কেবল আমার ব্যক্তিগত। আমি মনে করি, এর জন্য কোনো পূর্ব প্রস্তুতি দরকার নেই। যখন ভাববো, অবসর নেয়া দরকার, তখনই তা বলে দেবো। অবসর পরিকল্পনাকে বড় ইস্যু বানাতে চাচ্ছি না। এ নিয়ে ঢাকা-ঢোল পেটানোর ইচ্ছাটাও আমার নেই।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন