অবসরের পর রায় লেখা অসাংবিধানিক নয়
আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভকেট আনিসুল হক বলেছেন, সংবিধান কোনো আর্টিক্যালে লেখা নেই- অবসরের পর রায় লেখা যাবে না। তাই অবসরের পর রায় লেখা অসাংবিধানিক নয়।
তিনি বলেন, মাননীয় সংসদ সদস্যরা সংসদে যা আলোচনা করেছেন তা যথার্থ।
প্রধান বিচারপতির বক্তব্যের জবাবে মঙ্গলবার রাতে সংসদে মঙ্গলবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এরআগে প্রধান বিচারপতির বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে আলোচনার সূত্রপাত করেন স্বতন্ত্র সংসদ সদস্য পিরোজপুর-২ এর সাংসদ ডা. রুস্তুম আলী ফরাজী।
এরপর আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু। সবশেষে তাদের আলোচনার সঙ্গে যোগদেন আইনমন্ত্রী।
আইনের ব্যাখ্যা তুলে ধরে আইনমন্ত্রী বলেন, ‘আমাদের যে সংবিধান, তার কোনো আর্টিক্যালে এই কথা লেখা নাই যে, বিচারপতি তার অবসর গ্রহণের পর তিনি রায় লিখতে পারবেন না। সেটাই যদি হয়, তাহেল সেটা অসাংবিধানিক হতে পারে না, আর যাইকিছু হোক আন কনসটিউশন্যাল নয়, আইনের ভাষায় অসাংবিধানিক নয়।’
তিনি বলেন, ‘হাইকোর্ট ডিভিশনের যে রায় মাননীয় বিচারপতিগণ লেখেন সেটা যতোদূর সম্ভব, সেটা এজলাসে বসেই দেয়ার কথা। কিন্তু যদি এমন হয়, মামলা জটের কারণে রায়টা তারা শেষ করতে পারছেন, তাহলে এজালের বাইরে রায় লেখার অধিকার তারা রাখেন।’
প্রধান বিচারপতির উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘তিনি বিচার বিভাগের প্রধান। তার কিছু সমস্যা আছে সেটা আমরাও জানি। কোনো বিচারপতি রায় অনেক দেড়ি করে লেখেন, যদি রায় দেড়ি করে লেখেন তাহলে জনগণ ভোগান্তিতে পরে। কিন্তু দুঃখের কথা হচ্ছে প্রধান বিচারপতির কথা বলার পর অনেক কথাই অনেকে বলেন, আমাদের জনগণকে যারা বাসের মধ্যে পেট্রোল বোমায় মেরে ফেলে, তারা এই কথাটা লুফে নেন।’
প্রধান বিচারপতির কথা লুফে নিয়ে তারা বলেন, ‘সকল কাজকর্ম যা হয়েছে রায় যা লেখা হয়েছে তা অসাংবিধানিক। আমি তাদের আবার সংবিধান পড়তে বলবো, তাদের সংবিধান পড়তে হবে। তাই আমাদের পশ্চাদে যা হয়েছে তাতে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। পশ্চাতে যেতে কোনোভাবেই গ্রহণ করা হবে না, সামনের দিকে যেতে যদি প্রধান বিচারপতির কোনো পরামর্শ থাকে তাহলে আমরা সেদিকেই যাবো। আমরা আর পশ্চাতে ফিরে যাবো না।’
এই সংক্রান্ত আরো সংবাদ
উপদেষ্টা মাহফুজ: সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করুন
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন,“গণ-অভ্যুত্থান ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থেবিস্তারিত পড়ুন
বড় ব্যবধানে অ্যান্টিগা টেস্টে হারলো বাংলাদেশ
চতুর্থ দিনেই অ্যান্টিগা টেস্টের ফল কোন দিকে গড়াচ্ছে, তা নির্ধারণবিস্তারিত পড়ুন
কিশোরগঞ্জে মা-বাবা ও ২ সন্তানের মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় একই পরিবারের চার জনের মরদেহ উদ্ধার করেছেবিস্তারিত পড়ুন