অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিলেন এই ক্যারিবিয়ান ক্রিকেটার! বিস্তারিত-

২০১৬ সালের জুলাইয়ে টেস্ট ক্রিকেটে অবসর নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের পেসার জেরোম টেইলর। সেই সিদ্ধান্তের এক বছর হওয়ার আগেই অবসর ভেঙে সাদা পোশাকে ফেরার ঘোষণা দিয়েছে ৩২ বছর বয়সী এ পেসার।
২০০৩ সালে অভিষেকের পর ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪৬ টি টেস্ট খেলেন এ ডানহাতি পেসার। লাল বলে ১৩০ টি উইকেট শিকার করেছেন তিনি। সর্বশেষ ২০১৬ সালে টেস্ট খেলেন টেইলর।
জেমস টেইলর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে নিজের প্রত্যবর্তন নিয়ে বলেন, “আমার মাঝে ক্রিকেটের অনেক কিছুই এখনো রয়েছে। আমি মনে করি ওয়েস্ট ইন্ডিজকে টেস্টে এখনো অনেক কিছু দিতে পারি।”
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য এখনো দল ঘোষণা করেনি ওয়েস্ট ইন্ডিজ। সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছে টেলর। তিনি বলেন, “আমি আমার সুযোগ পেলে দলকে আমার সবটুকু ও সেরাটা দিব। আমাদের দলে এ মুহূর্তে কয়েকজন তরুণ খেলোয়াড় রয়েছেন। আমি বিশ্বাস করি আমি অভিজ্ঞতা দিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে পারব।”
টেইলরের টেস্টে ফিরে আসায় বেশ খুশি হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটির চেয়ারম্যান কার্টনি ব্রাউন। তিনি বলেন, “জেরমের অবসর ভেঙে আবারো টেস্ট ক্রিকেট খেলার সিদ্ধান্ত জেনে খুশি হলাম। ”
২১ এপ্রিল স্যাবাইনা পার্কে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন