অবিশ্বাস্য ঘটনা অথচ সত্যি ‘বালু খেয়ে এক নারীর জীবন ধারণ!’ (ভিডিও সংযুক্ত)
ঘটনাটি অবিশ্বাস্য মনে হলেও একদম সত্যি-বালু খেয়ে বেঁচে আছেন ভারতের কাজরী নূরপুর এলাকায় ৯২ বছর বয়সী সুধামা দেবী নামক এক নারী। জানা যায় যে, দীর্ঘ আট দশকের বেশি সময় ধরে প্রতিদিন প্রায় এক কেজি বালু খান তিনি।
গত ১০ বছর বয়য়ে বন্ধুদের সঙ্গে বাজি ধরে প্রথম বালু খান সুধামা। তারপর থেকে আজ অবদি তিনি বালু খাচ্ছেন এবং এতটাই আসক্ত যে, প্রতিদিন চার প্লেট বালু লাগে তার। সুধামা জানান, অভ্যাসটা অস্বাভাবিক হলেও তাকে কখনও চিকিৎসকের কাছে যেতে হয়নি।
প্রতিদিন সুধামা তিন থেকে চার দফায় প্রায় ১ কেজি বালু প্রয়োজন হয় তার। তিনি বলেন, বালু ঠিক খাবারের মতো না। তবে আমার আর্থিক অবস্থা খারাপ হলেও এই অভ্যাসের কারণে আমি স্বাস্থ্যকর খাবার খাচ্ছি। ছোট বেলায় একবার খাওয়ার পরেই আমার মনে হয়েছিল, এটা প্রতিদিনের খাদ্য তালিকায় থাকতে পারে।
তিনি জানান, বিয়ের আগে তার বাবা এবং ভাই বালু সংগ্রহ করে দিতেন। আর বিয়ের পর এই দায়িত্ব নিয়েছেন স্বামী কিষাণ কুমার।তিনি বলেন, বিয়ের পর প্রথম যখন আমি স্বামী বাড়ি এলাম তখন এখানকার লোকজন অবাক হয়ে গেলো বৌ বালু খায় দেখে।
ভিডিওটি দেখুন…
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন