অবিশ্বাস্য বোলিংয়ে দারুণ রেকর্ড আরাফাত সানির

নিষেধাজ্ঞা থেকে ফিরে গতকাল বুধবারই প্রথম মাঠে নেমেছিলেন আরাফাত সানি। সে ম্যাচে চার ওভার বল করে ১৯ রান দিয়ে এক উইকেট নিয়েছিলেন। কিন্তু তাঁকে বিধ্বংসী রূপে দেখা গেল আজ বৃহস্পতিবার খুলনা টাইটানসের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে। টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর বোলিং ফিগারটা সত্যিই অবিশ্বাস্য। কোনো রান না দিয়েই তিন উইকেট নিয়েছেন এই বাঁ-হাতি স্পিনার।
এদিন অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে আরাফাত সানি দারুণ একটি রেকর্ডও গড়ে ফেললেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে এই প্রথম কোনো বোলার কোনো রান খরচ না করেই পেয়েছেন উইকেটের দেখা।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আরাফাত সানি ২.৪ ওভার বল করে কোনো রানই দেননি। অথচ তুলে নিয়েছেন তিনটি উইকেট। তাঁর এই অসাধারণ নৈপূ্ণ্যে খুলনার ইনিংস গুটিয়ে গেছে মাত্র ৪৪ রানে। তাঁর সতীর্থ শহীদ আফ্রিদি তিন ওভারে ১২ রান দিয়ে নিয়েছেন চার উইকেট।
অবশ্য আরাফাত সানির এই নৈপুণ্যে অনেকটাই ঢাকা পড়ে গেছে আফ্রিদির সাফল্য। তবে বিপিএলে এটি রেকর্ড হলেও আন্তর্জাতিক ক্রিকেটে এর আগেও এমন একটি ঘটনা ঘটেছে। ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো রান না দিয়ে উইকেট নেওয়ার একটি রেকর্ড গড়েছিলেন শ্রীলঙ্কান বোলার নুয়ান কুলাসেকারা।
চট্টগ্রামে সে ম্যাচে নেদারল্যোন্ডসের বিপক্ষে কুলাসেকারা দুই ওভার বল করে কোনো রান না দিয়ে এক উইকেট নিয়েছিলেন। বিপিএলে অবশ্য তাঁর চেয়ের ভালো নৈপূণ্য দেখিয়েছেন আরাফাত সানি ।
অবশ্য টি-টোয়েন্টির ইতিহাসে তিন উইকেট পাওয়া কোনো বোলারের জন্য এমন কীর্তি দ্বিতীয়। এর আগে শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে রিক্রিয়েশান ক্লাবের বিপক্ষে কোনো রান না দিয়ে তিন উইকেট নিয়েছিলেন চিলো মারিয়ানস ক্লাবের দিনুকা হেত্তিয়ারাচ্চি। তিনি তিন উইকেট পেয়েছিলেন মাত্র পাঁচটি বল করে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন