অবিশ্বাস্য হলেও সত্যিঃ দঙ্গল এখন হাজার কোটির কাছে !

এবার হাজার কোটির ঘরের কাছেই নীতেশ তিওয়ারি পরিচালিত ‘দঙ্গল’। গত বছরের ২৩ ডিসেম্বর মুক্তি পায় ছবিটি। মুক্তির প্রথম তিন দিনেই ১০৬ কোটি টাকা ব্যবসা করে এটি। মুক্তির দিনেই ব্যবসা করে প্রায় তিরিশ কোটি টাকার। বড়দিনে সেই ব্যবসার অঙ্ক বেড়ে দাঁড়ায় ৪২ কোটি। সব মিলিয়ে ছিল তিন দিনে ১০৬ কোটি টাকার কিছু বেশি।
হিন্দি ছাড়াও তামিল ও তেলুগু ভাষায়ও ছবিটি মুক্তি পায়। ভারতীয় কুস্তিগীর মহাবীর ফোগাট এবং তার দুই মেয়ে গীতা ও ববিতার জীবনী নিয়ে নির্মিত ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আমির খান। এরপর দর্শক ও সমালোচকের প্রশংসা কুড়াতে থাকে ছবিটি। বক্স অফিসে গড়তে থাকে রেকর্ড। কয়েক দিন আগেও সবচেয়ে বেশি আয়ের ছবি ছিল দঙ্গল। একপর্যায়ে ছবিটিকে টপকে যায় ‘বাহুবলি টু’।
সম্প্রতি চীনে মুক্তি পেয়েছে ‘দঙ্গল। সেখানে এক সপ্তাহের মধ্যে ১০০ কোটি রুপি আয় করে মিস্টার পারফেকশনিস্ট অভিনীত ছবিটি। ভারত ও ভারতের বাইরে মিলিয়ে বর্তমানে ‘দঙ্গল’-এর মোট আয় ৯৫০ কোটি রুপি। আজ মাত্র ৫০ কোটি রুপি হলেই হাজার কোটি ধরতে ছবিটি। ভারতীয় বক্স অফিস গবেষক রমেশ বালা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ তথ্য জানিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন