অবৈধভাবে ভারত যাওয়ার সময় ওএসডি হওয়া যুগ্ম সচিব আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যুগ্ম সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদারকে আটক করেছে।
শনিবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কসবা সীমান্তের পুটিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
৬০ বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার বিষয়টি নিশ্চিত করেছেন। কিবরিয়া মজুমদার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কোমরকড়া গ্রামের মৃত মফিজ উদ্দিন আহম্মদ মজুমদারের ছেলে এবং তিনি ঢাকার বাসাবো থানার দক্ষিণগাঁও এলাকায় বাস করতেন।
জাতীয় সংসদ সচিবালয়ে যুগ্ম সচিব হিসেবে কর্মরত ছিলেন কিবরিয়া। গত ২৫ সেপ্টেম্বর তিনি বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে দায়িত্ব থেকে অব্যাহতি পান।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। তিনি আন্তর্জাতিক সীমান্তরেখা থেকে ৫০ গজ বাংলাদেশের ভেতরে অবস্থান করছিলেন। জিজ্ঞাসাবাদে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে সংশ্লিষ্টতার কথা জানান।
লেফটেন্যান্ট কর্নেল জাবের বিন জব্বার জানান, কিবরিয়া মজুমদারকে পাসপোর্ট ছাড়া অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে আটক করা হয়েছে। তাকে কসবা থানার পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দালাল চক্রের সদস্য মো. খায়রুল বাসার ও মো. নাদিম মিয়ার সহযোগিতায় সীমান্তে এসেছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
ইরান-ইসরায়েলের “১২ দিনের যুদ্ধ” থেমেছে, কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষেরবিস্তারিত পড়ুন

টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
ঝিনাইদহে আদালত চত্বরে চাঁদাবাজির মামলার স্বাক্ষীকে হত্যার হুমকি ও মারধরেরবিস্তারিত পড়ুন