অবৈধ অভিবাসীদের সুখবর দিলো আরব আমিরাত
অবৈধ অভিবাসী বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে মধ্যপ্রাচের দেশ আরব আমিরাত। আগামী ১ সেপ্টেম্বর থেকে দুই মাসের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছে কতৃপক্ষ। এই সময় অবৈধ অভিবাসী বৈধতা পাওয়ার পাশাপাশি যারা নিজ দেশে ফিরতে চান তারাও বিনা জরিমানায় ফিরে যেতে পারবেন। খবর খালিজ টাইমসের।
বুধবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছে আমিরাতের আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড সিকিউরিটি কর্তৃপক্ষ (আইসিপি)।
আইসিপি জানিয়েছে, মেয়াদ শেষ হওয়া রেসিডেন্সি ভিসা থেকে শুরু করে পর্যটনসহ সব ধরনের ভিসাধারী এই সাধারণ ক্ষমার আওতায় এই সুযোগ পাবেন। এছাড়া যেসব অভিবাসীর সন্তান জন্ম হয়েছে; কিন্তু কাগজপত্র করা হয়নি। তারাও বৈধ কাগজপত্র সংগ্রহ করতে পারবেন।
আইসিপি বলেছে, ‘যারা আমিরাতে অবৈধভাবে বসবাস করছেন তারা যদি বৈধ হতে চান অথবা নিজ দেশে ফিরে যেতে চান তাদের জন্য এটি সবচেয়ে বড় সুযোগ। যারা দেশে ফিরবেন তারা চাইলে বৈধ ভিসা নিয়ে যে কোনো সময় আবারও আমিরাতে আসতে পারবেন। যারা অবৈধ থেকে বৈধ হবেন তাদের কাছ থেকে ওভার-স্টের (সময়সীমার চেয়ে বেশি সময় অবস্থান) জন্য কোনো ধরনের জরিমানা নেওয়া হবে না। এছাড়া যারা নিজ দেশে ফিরবেন তাদের কাছ থেকেও কোনো এক্সিট ফি নেওয়া হবে না।’
উল্লেখ্য, ২০০৭ সাল থেকে ২০২৪ সালের মধ্যে মধ্যে এ নিয়ে চতুর্থবারের মতো অভিবাসীদের এমন সুযোগ দেয় আমিরাত সরকার। সর্বশেষ ছয় বছর আগে আমিরাতে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল। যা প্রথমে ২০১৮ সালের ১ আগস্ট থেকে শুরু হয়ে ৩১ অক্টোবর পর্যন্ত চলেছিল। এরপর এটির মেয়াদ আরও দুই মাস বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়। সেই সময় অবৈধ অভিবাসী বৈধ হওয়ার এবং কোনো শাস্তি ছাড়াই দেশে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ
‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন
৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন
নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













