অভিজিতের স্ত্রীও বিচার চান না
এতোদিন ধারাবাহিকভাবে ‘নাস্তিক ব্লগার’দের হত্যা করা হচ্ছিল। কিন্তু এখন সেইসব ব্লগারদের তথা মুক্তমনা মানুষদের লেখনির প্রকাশকদেরও হত্যা করা হচ্ছে। গতকাল শনিবার জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপনকে তার নিজ কার্যালয়েই কুপিয় হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই শুদ্ধস্বর প্রকাশনীর কর্ণধার আহমেদুর রশীদ টুটুলসহ তিন জনকে একই কায়দায় কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।
এই দুটি প্রকাশনীই গত বইমেলায় খুন হওয়া মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও বিজ্ঞান লেখক অভিজিৎ রায়ের বই প্রকাশ করেছিল। গত ২৬ ফেব্রুয়ারি টিএসসির সামনে এ হত্যাকাণ্ডে আহত হন অভিজিতের স্ত্রী রাফিদা আহমেদ বন্যা।
নিহত দীপন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। দেশের অন্যসব সচেতন মানুষের মতো তিনি বারবার ব্লগার হত্যা ও বিচার না হওয়ার সংস্কৃতিতে হতাশ ও ক্ষুব্ধ। ছেলের মৃত্যুর পরপর তিনি গণমাধ্যমকে বলেন, তিনি এই হত্যার বিচার চান না। এই সরকার কোনো হত্যারই বিচার করতে পারছে না। রাজনৈতিকভাবে সমাধান করা সম্ভব এমন সমস্যাগুলো জিইয়ে রাখা হচ্ছে।
এর একদিন পরেই বন্যা তার ব্লগের এই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি ‘আমিও বিচার চাই না’ শিরোনামে মুক্তমনায় একটি ব্লগ লিখেছেন।
সেখানে তিনি উল্লেখ করেছেন, ‘দীপনের বাবার মত আমিও বিচার চাইনা। আমি নিশ্চিত জানি টুটূলের স্ত্রী, দীপনের স্ত্রী, অনন্তের বোন, রাজিব, বাবু, নীলয়ের বন্ধুরাও আর বিচার চান না।’
তিনি আরো লেখেন, ‘এই সরকারের কাছ থেকেও কিছু চাওয়ার নেই আমাদের, একটাই অনুরোধ ওনাদের কাছে, দয়া করে দিনরাত আর ‘আমরা সেক্যুলার পার্টি’ বলে গলা ফাটিয়ে নিজেদের এনার্জি নষ্ট করবেন না। আপনারা আপনাদের লক্ষ্য পূর্ণ না হওয়া পর্যন্ত চুপ করেই থাকুন; অভিজিৎ, অনন্ত, রাজিব, নিলয়, বাবু, দীপনরা আপনাদের জন্য একেকটা স্কোর কার্ড। আপনারা বুক ফুলিয়ে বলে যান যে সবই ‘রাজনৈতিক খেলা’ সবই ‘পারসেপশান’। মৌলবাদীদের চাপাতিতে নিশ্চুপভাবে তেল দিয়ে যান, না হলে আপনাদের ভোট কমে যেতে পারে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন