অভিজ্ঞতা ছাড়াই প্রাণে ২০ হাজার টাকার চাকরি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বহুজাতিক প্রতিষ্ঠান প্রাণ। ম্যানেজমেন্ট ট্রেইনি—প্রোডাকশন (মার্কেটিং বা ফিন্যান্স) পদে ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। পদগুলোতে আবেদন করা যাবে কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়াই।
যোগ্যতা
মার্কেটিং, ফিন্যান্স বা ইন্টারন্যাশনাল বিজনেস থেকে স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া পরীক্ষা দিয়েছেন কিন্তু এখনো ফল প্রকাশিত হয়নি, এমন প্রার্থীদেরও আবেদনের আহ্বান জানানো হয়েছে। তবে প্রার্থীদের সিজিপিএর ২.৫০ (৪.০০-এর মধ্যে) বা ৩.৭৫ (৫.০০-এর মধ্যে) কম থাকলে আবেদন করা যাবে না। এ ছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে জিপিএ ৪.০০ থাকতে হবে। শুধু ২৩ থেকে ৩২ বছর বয়সের পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন। পাশাপাশি প্রার্থীদের কম্পিউটার জ্ঞান থাকতে হবে।
কর্মক্ষেত্র ও বেতন
প্রার্থীদের ঢাকার প্রধান কার্যালয়ে নিয়োগ দেওয়া হবে। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ১৮ থেকে ২০ হাজার টাকা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ২২ সেপ্টেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।
সূত্র : বিডিজবস ডটকম
এই সংক্রান্ত আরো সংবাদ

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
নিজস্ব সংবাদদাতা: শীর্ষস্থানীয় জঙ্গিবাদী সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এরবিস্তারিত পড়ুন