অভিনব এক নতুন আইন! দিনের বেলা ৩ ঘন্টা ঘুমাতেই হবে
স্পেনের ভ্যালেন্সিয়া প্রদেশের আডোর শহরের মেয়র জোয়ান ফস ভিটোরিয়া আনুষ্ঠানিক ভাবে প্রতিদিন দুপুর ২টো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত-তিন ঘণ্টা শহরবাসীকে ঘুমের অনুমতি দিয়ে আইন পাশ করেছেন।
এ সময়ের মধ্যে পুরো শহর বন্ধ থাকবে। বন্ধ থাকবে বাজার, দোকান পাটও। ঘুমের জন্য বরাদ্দ ওই তিন ঘণ্টা বন্ধ থাকবে দোকান, বার, সুইমিং পুল সব কিছুই। ঘুমানোর জন্যা স্পেনের মানুষ আগে তেকেই প্রসিদ্ধ। তবে আনুষ্ঠানিকভাবে দুপুরে ঘুমের সরকারি স্বীকৃতি মিলল এই প্রথম।
বাবা-মায়েদের বলে দেওয়া হয়েছে, ওই সময়টা যেন তাঁরা বাচ্চাকাচ্চাদের ঘরের ভিতরেই আটকে রাখেন, যাতে তারা বাইরে বেরিয়ে খেলাধুলা করে অন্যের নিদ্রায় ব্যাঘাত ঘটাতে না পারে। শহরবাসীকেও অকারণে শব্দ করতে বারণ করা হয়েছে।
শহরের কলকারখানার কর্মীরা যাতে দিনের তীব্র দাবদাহের সময়টায় কাজের ফাঁকে একটু জিরিয়ে নিতে পারেন, মূলত সেই উদ্দেশ্যেই ঘুমের সময় বেঁধে দিতে চেয়েছেন ভিটোরিয়া। কারখানা কর্তৃপক্ষ তা মেনে নেবেন, এমনটাই প্রত্যাশা তাঁর।
এই সংক্রান্ত আরো সংবাদ
সাময়িক বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মির দেশত্যাগে নিষেধাজ্ঞা
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বৈষম্যবিরোধী আন্দোলনেবিস্তারিত পড়ুন
কমলা হ্যারিসের ভোটের প্রচারণায় বাজবে এ আর রহমানের গান
আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসেরবিস্তারিত পড়ুন
উপদেষ্টা আদিলুর: পূজায় বিশৃঙ্খলাকারীদের ছাড় দেওয়া হবে না
দুর্গাপূজায় বিশৃঙ্খলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেবিস্তারিত পড়ুন