অভিনব প্রতিবাদ
পশ্চিম ইউরোপে প্রবেশ বন্ধ করে দেওয়ায় গ্রিস-মেসিডোনিয়া সীমান্তে আটকে পড়া শরণার্থীরা অনশন কর্মসূচি পালন করেছেন। একই সঙ্গে সোমবার থেকে এসব শরণার্থীর অনেকে ঠোঁট সেলাই করে প্রতিবাদ জানাচ্ছেন।
মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, গ্রিস-মেসিডোনিয়ার ইদোমেনি সীমান্তে আটকে পড়া শরণার্থীরা কয়েক দিন ধরেই অনশন কর্মসূচি পালন করছেন।
ফ্রান্সের প্যারিসে ১৩ নভেম্বর ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ইউরোপীয় দেশগুলোর সীমান্তে কড়াকড়ি আরোপ করা হয়। ইসলামিক স্টেটের (আইএস) এই হামলায় জড়িত একজনের মৃতদেহের পাশ থেকে সিরিয়ার জাল পাসপোর্ট পাওয়ার পর এই কড়াকড়ি আরোপ করা হয়। শুধু সিরিয়া, ইরাক ও আফগানিস্তানসহ কেবল যুদ্ধবিধ্বস্ত দেশগুলো থেকে আসা শরণার্থীদের প্রবেশ করতে দেওয়া হবে বলে গত সপ্তাহে মেসিডোনিয়া ঘোষণা দেয়। এর ফলে অর্থনৈতিক অভিবাসী বিবেচনায় বেশ কয়েকটি দেশ থেকে আসা শরণার্থীরা সীমান্তে আটকা পড়েন।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা গেছে, বেশ কয়েকজন ইরানি ও কুর্দি শরণার্থী সুই-সুতা দিয়ে তাদের মুখ সেলাই এবং বুকে ও কপালে ‘শুধু স্বাধীনতা’ লিখে প্রতিবাদ জানাচ্ছেন।
গ্রিস-মেসিডোনিয়া সীমান্তে শরণার্থীদের জন্য কাজ করছে ‘আর ইউ সিরিয়াস’ নামের একটি স্বেচ্ছাসেবী গ্রুপের কর্মী মিলেনা জ্যাজোভিক বলেন, কয়েক দিন ধরে স্বেচ্ছাসেবকদের ভয়ংকর পরিস্থিতি দেখতে হয়েছে। গত শনিবার এক পাকিস্তানি শরণার্থী সবার সামনে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সোমবার ইরানি শরণার্থীদের একটি দল ঠোঁট সেলাই করে প্রতিবাদ জানাচ্ছে। ইদোমেনি শরণার্থীশিবিরে এমন লোকজনে পরিপূর্ণ হয়ে গেছে, যাদের সীমান্ত পাড়ি দেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। এদের অনেকের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ আনায় তাদের দেশে ফেরাও অসম্ভব হয়ে উঠছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন