অভিনেতা নিরবের ‘গেইম-২’

মডেল ও অভিনেতা নিরব অভিনীত ‘গেইম’ শিরোনামের সিনেমাটি মুক্তি পেয়েছে গত বছরের শুরু দিকে। এবার গেইম সিনেমার সিক্যুয়াল হচ্ছে গেইম-২। তবে এতে কিছুটা পরিবর্তন করা হয়েছে। এ সিনেমাটি পরিচালনা করবেন রয়েল খান। এতে নিরবের বিপরীতে থাকছেন দুই নবাগত হেলেন এবং লাবণ্য। এমনটাই জানিয়েছেন নিরব।
এ প্রসঙ্গে নিরব বলেন, ‘গেইম সিনেমার সিক্যুয়াল গেইম-২ করা হচ্ছে। তবে গেইম-২ সিনেমায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। নতুন গল্পে সিনেমাটি নির্মিত হবে । এখানে আমার চরিত্রটি একজন কিলারের। আমার সাথে আন্ডারওয়ার্ল্ডের লাবণ্য সবসময় থাকে। ঘটনার পরিপ্রেক্ষিতে পরিচয় হয় হেলেনের সাথে। এরপর প্রেম। আবার লাবন্য আমাকে পছন্দ করে কিন্তু প্রকাশ করে না। এই ত্রিমুখী প্রেম এবং আন্ডারওয়ার্ল্ডের নানা ঘটনা নিয়ে এগিয়েছে চলচ্চিত্রের গল্প। সব মিলিয়ে এ সিনেমাটি দারুণ হবে বলে আশা করছি ।’
আব্দুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে গেইম-২ সিনেমার শুটিং শুরু হবে ১ ফেব্রুয়ারির থেকে চলবে ১০ মার্চ পর্যন্ত। ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণের কাজ হবে। সংগীত পরিচালনা করছেন আরফিন রুমী ও বেলাল খান।
এর আগে গেইম সিনেমাটি পরিচালনা করেছেন যুগল নির্মাতা রয়েল-অনিক। নিরবের বিপরীতে অভিনয় করেছিলো অমৃতা খান।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন