অভিনেত্রীকে বাঁচিয়ে বকা খেলেন দমকল কর্তা!
ঘটনাটি ঘটেছে রাজধানীর উত্তরায়। স্বামীর উপর রাগ করে শনিবার বিকেলে উত্তরার ১০ নং সেক্টরের ১২ নং রোডের ৮০ নং বাসার ছাদের কার্নিশে থেকে ঝাঁপিয়ে আত্মহত্যার চেষ্টা করেন দেশি মডেল ও অভিনেত্রী ‘নুশরাত জাহান’। পাড়া-পড়শি, প্রতিবেশী ও দমকল বাহিনীর সদস্যরা তাঁকে নানাভাবে বুঝিয়ে আত্মহত্যা করতে নিষেধ করলেও, তিনি গোঁ ধরে ছাদের কার্নিশে দাঁড়িয়েই থাকেন এবং আত্মহত্যার চেষ্টা করেন।
একপর্যায়ে দমকল বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা, নাম- মো.সফিকুল ইসলাম, জীবনের ঝুঁকি নিয়ে খুব কৌশলে নুশরাত জাহানকে জাপটে ধরে ছাদের কার্নিশ থেকে নিরাপদ দূরত্বে টেনে নিয়ে আসেন।
নুশরাতকে টেনে আনা অতটা সহজ ছিল না, কেন না- সফিকুল জাপটে ধরামাত্রই তিনি শরীর শূন্যে ছেড়ে দেন, নিচে পড়ার জন্য ছটফট করতে থাকেন। দমকল বাহিনীর অন্যন্য কর্মীরা নুশরাত সমেত দমকল কর্মকর্তা মো. সফিকুল ইসলামকে পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করেন।
আত্মহত্যার পথ থেকে ফিরিয়ে আনার পর আত্মহত্যার চেষ্টাকারী নুশরাত জাহান- দমকল কর্মী সফিকুলকে আচ্ছামতো করে গালাগাল করেন।
উল্লেখ্য বেলা তিনটার দিকে নুশরাত জাহান আত্মহত্যার জন্য ছাদের কার্নিশে আসেন। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল কর্মীরা। পরে ছয়টার দিকে তাকে উদ্ধার করা সম্ভব হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন