অভিনেত্রী তারিন পাহাড় কোলে রানা মাসুদের সঙ্গে

দীর্ঘ পাঁচ বছর পর বিজ্ঞাপনে ছোট পর্দার তারিন। রানা মাসুদের তৈরি বেক্সি ফেব্রিক্সের নতুন বিজ্ঞাপনে শিগগির দেখা যাবে তারিনকে।নতুন এই বিজ্ঞাপনে অভিনয় করতে পেরে দারুণ খুশি তারিন।আগামী মাসের মাঝামাঝি সময়ে বিজ্ঞাপনটি টিভিতে দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে।বিজ্ঞাপন নিয়ে তারিন ঢাকাটাইমসকে বলেন, বিজ্ঞাপনের থিমটা অনেক সুন্দর। সর্বশেষ প্রায় পাঁচ বছর আগে একটি চা-এর বিজ্ঞাপনে কাজ করেছিলাম। এরপর ব্যাটে-বলে না মেলায় আর বিজ্ঞাপনে কাজ করা হয়নি। আশা করছি বেক্সি ফেব্রিক্সের এই বিজ্ঞাপনটি সকলের কাছে ভালো লাগবে।
নির্মাতা রানা মাসুদ বললেন, বর্তমানে বিজ্ঞাপনটির দৃশ্যাধারণ করা হচ্ছে কক্সবাজারের সাগর, পাহাড়সহ চোখ জুড়ানো সব লোকেশনে। বিজ্ঞাপনের গল্পটা একজন সেলিব্রেটিকে ঘিরে। আশা করি বিজ্ঞাপনটি সকলের কাছে ভালো লাগবে এবং এর মাধ্যমে পণ্যটির প্রচার-প্রসারণ বৃদ্ধি পাবে।
জানা গেছে, তারিনের এবারের বিজ্ঞাপনটির আবহ সংগীত পরিচালনা করছেন ইবরার টিপুর। দৃশ্যাধারণ শেষে এর সম্পাদনার কাজ করা হবে মুম্বাই থেকে। আগামী মাসের মাঝামাঝি সময়ে তারিন অভিনীত এই বিজ্ঞাপনটি প্রচারে আসবে বলে আশা প্রকাশ করেছেন নির্মাতা রানা মাসুদ।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন