অভিনেত্রী পপি ‘সোনাবন্ধু’ নিয়ে চাপা কষ্টে আছেন !

সদ্য ঈদে মুক্তিপ্রাপ্ত ছবি ‘সোনাবন্ধু’ নিয়ে বুকের ভেতরে একটা চাপা কষ্ট আছে এক সময়ের পর্দা কাঁপানো অভিনেত্রী চিত্রনায়িকা পপির। সম্প্রতি একটি জাতীয় দৈনিককে দেয়া সাক্ষাৎকারে নিজেই এমনটা জানিয়েছেন অভিনেত্রী। তবে কি সেই চাপা কষ্ট সেটা অবশ্য খোলাসা করে বলেননি ‘সোনাবন্ধু’র রোশনী।
খোলাসা করে না বললেও অনুমান ঠিকই করা যায়। ‘সোনাবন্ধু’ ছবি থেকে পপির অনেক দৃশ্যই কেটে বাদ দিয়েছেন পরিচালক জাহাঙ্গীর আলম সুমন। যে দৃশ্যগুলো থাকলে ছবিটি আরও ভালো হতো বলে বিশ্বাস করেন পপি। তবে কি সেই বাদ যাওয়া দৃশ্যগুলোই নায়িকার চাপা কষ্টের কারণ?
ঈদে শাকিব খানের দুটি ছবির সঙ্গে মুক্তি পায় পপি অভিনীত ‘সোনাবন্ধু’। যাতে তার সহশিল্পী হিসাবে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেতা ডি এ তায়েব ও রূপালী পর্দার অভিনেত্রী পরিমনি। কিন্তু পৃক্ষাগৃহে দর্শক খরায় শাকিব খানের দুটি ছবিসহ ফ্লপের তালিকায় নাম লেখায় ‘সোনাবন্ধু’ও। যারাও বা ছবিটি দেখেছেন, হল থেকে বের হয়ে তারা করেছেন নানা অভিযোগ। কারো অভিযোগ- ছবির কাহিনি ভালো কিন্তু নায়ক ভালো হয়নি। কারো কাছে আবার ছবির কাহিনিকে মনে হয়েছে অসামঞ্জস্যপূর্ণ ও ঘোলাটে।
বর্তমানে পপির হাতে আছে ‘রাজপথে আছি’ শিরোনামের একটি ছবি। এটি পরিচালনা করবেন জাবেদ মিন্টু। ছবিতে শুভ্রতা নামের একজন নারী পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে তাকে। খুব শিগগিরই শুরু হবে এ ছবির শুটিং। নতুন এ ছবি দিয়ে ‘সোনাবন্ধু’র ব্যর্থতা ঘোচাতে পারবেন তো পপি? সেই উত্তরের অপেক্ষায়।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন