অভিনেত্রী শুভশ্রীর পর এবার হয়রানির শিকার হলেন ঐশ্বরিয়া!!
টালিগঞ্জের অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির পর এবার হয়রানির শিকার হলেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন। নতুন চলচ্চিত্রের শুটিং চলাকালীন সময় তার সঙ্গে এই ঘটনা ঘটে। ভারতীয় মিড-ডে বলছে, ‘সারাবজিত’ সিনেমার প্রথম আউটডোর শুটিং চলছিলো সেদিন।
মুম্বাইয়ের কাছে এক জনবহুল জায়গায় সাধারণ বেশভূষায় ছিলেন এই অভিনেত্রী।চরিত্রের প্রয়োজনে মেইক-আপবিহীন অ্যাশকে প্রথমে চিনতে পারেননি ভক্তরা। কিন্তু চিনতে পারার পরপরই তাকে ঘিরে প্রায় ৪০০ মানুষের জটলা তৈরি হয়এক নজর দেখা, ছবি তোলা কিংবা অটোগ্রাফের আশায় হুড়োহুড়ি শুরু করেন তারা।
এঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানান, এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কোনোমতে নিজের ভ্যানিটি ভ্যানেগাড়ির সামনে জমায়েত হতে থাকেন ভক্তরা।
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘সারাবজিত’-এ ঐশ্বরিয়া অভিনয় সারাবজিতের বোন দালবির কউরের চরিত্রে। ১৯৯০ সালে ভারতের গুপ্তচর সন্দেহে পাকিস্তানে আটক করা হয় সারাবজিত সিংকে। দীর্ঘ দিন কারাভোগের পর লাহোর কারাগারে অন্য বন্দিদের হামলায় প্রাণ হারান তিনি। তার পরিবার বরাবরই তাকে নির্দোষ দাবী করে আসছে।‘মেরি কম’ খ্যাত নির্মাতা উমাং কুমারের পরিচালনায় এতে সারাবজিতের চরিত্রে অভিনয় করছেন রানদিপ হুডা।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন