সোমবার, এপ্রিল ২১, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অভিনয় শিল্পীদের নির্বাচনে হামলা-পাল্টাহামলার অভিযোগ

টেলিভিশন অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে হামলা-পাল্টাহামলার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার নির্বাচন চলাকালে ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনানের বিরুদ্ধে হামলার অভিযোগ করা হয়। অভিযোগ করেছেন সাধারণ সম্পাদক প্রার্থী ও অভিনেতা সিদ্দিকুর রহমান। তিনি জানান, সশস্ত্র আদনানের লোকজন তাঁকে মারধর করেছে। তবে বিষয়টি অস্বীকার করেছেন আদনান।

সিদ্দিকুর রহমান বলেন, ‘আমরা নির্বাচন নিয়ে সবাই ব্যস্ত ছিলাম, এমন সময় দেখি একজন অস্ত্রসহ ভোটকেন্দ্রে প্রবেশের চেষ্টা করছেন। আমি তখন বাধা দিই, কারণ প্রশাসনও যদি সেখানে প্রবেশ করতে চায়, তা হলে নিয়ম মেনে প্রবেশ করতে হবে। আমি মনে করেছিলাম, তিনি প্রশাসনের লোক। পরে জানতে পারলাম, তিনি আসলে একজন প্রযোজক। সে সময় তিনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করেন। তারপর নির্বাচন শেষ হওয়ার পর আমরা মাঠের মধ্যে বসে আছি, এমন সময় ১০-১২টা মোটরসাইকেলে লোক নিয়ে আসেন আদনান এবং আমাদের ওপর হামলা করেন। তখন আমার লোকজন আমাকে জড়িয়ে ধরেন, যেন আমাকে কেউ গুলি করতে না পারে। আমাদের একজন আহত হয়, প্রাথমিক চিকিৎসার পর সে এখন বাসায় আছে। বিষয়টি সংঘকে জানানো হয়েছে, দুদিনের মধ্যে এ বিষয়টির সুরাহা হবে বলে জানানো হয়েছে। যদি দুদিনের মধ্যে বিচার না হয়, তা হলে আমি আইনের আশ্রয় নেব।’

সিদ্দিকুরের অভিযোগের বিষয়ে জানতে চাইলে আরশাদ আদনান বলেন, ‘আমি নাটক প্রযোজনার সঙ্গে যুক্ত আছি আট বছর ধরে। যে কারণে শিল্পীদের সঙ্গে আমার যোগাযোগটা এমনিতেই আছে। সে হিসেবে আমি এই নির্বাচনে কিছু পদের জন্য কয়েকজন শিল্পীকে সমর্থনও দিয়েছি। সাধারণ সম্পাদক প্রার্থী আহসান হাবিব নাসিমকেও আমি সমর্থন করি এবং তাঁর জন্য শিল্পীদের কাছে ভোট চাই। হঠাৎ করেই অভিনেতা সিদ্দিক আমাকে এসে বাধা দেন, ভোট চাইতে নিষেধ করেন। বিষয়টি নিয়ে আমার সঙ্গে তর্কাতর্কি হয়। সন্ধ্যায় ভোট শেষে আবার শিল্পকলা এলাকায় গেলে আবারও আমার সঙ্গে তর্কাতর্কি করেন সিদ্দিক, তখন আমার লোকজনও উত্তেজিত হয়ে গিয়েছিল।’

সশস্ত্র হয়ে সিদ্দিকের ওপর হামলার অভিযোগ প্রসঙ্গে আদনান বলেন, ‘আমার সঙ্গে এমনিতেই সব সময় গানম্যান থাকে। বাংলাদেশের দুই হাজার মানুষ আছে, যাঁদের সঙ্গে এমন অস্ত্র থাকে। সেখানে আমি অস্ত্র নিয়ে গিয়েছিলাম বিষয়টি এমন নয়, আমি সব সময় যেখানে যাই, সেখানে আমার সঙ্গে গানম্যান থাকেন। সুতরাং আমি কারো ওপর চড়াও হওয়ার জন্য গানম্যান নিয়ে যাইনি। আসলে সিদ্দিক ফেল করবে, এ বিষয়টি ভোট শেষ হওয়ার পর থেকেই আলোচনা হতে থাকে। বিষয়টি নিয়ে তাঁর এমনিতেই মন খারাপ ছিল। তার ওপর সে ছিল নেশাগ্রস্ত।’

সিদ্দিক ও আদনানের এই বিষয় টেলিভিশন অভিনয় শিল্পী সংঘ খতিয়ে দেখছে বলে জানা গেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে

চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম

২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির

দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন

  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত
  • এবার পরিবারের পছন্দে বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান
  • বুবলী আগে থেকেই বিবাহিত, সেখানে একটি মেয়েও আছে: সুরুজ বাঙালি
  • এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা
  • অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন
  • এক রোমাঞ্চকর অসমাপ্ত ভ্রমণ গল্প