অভিবাসীদের কল্যাণ নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

অভিবাসী কর্মীদের অধিকার সংরক্ষণ, কল্যাণ সাধন ও উদ্ভূত বিভিন্ন সমস্যার সমাধানসহ তাঁদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার এক বাণীতে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
অভিবাসী কর্মীদের প্রতি সম্মান প্রদর্শন, তাঁদের অধিকার সংরক্ষণ এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে তাঁদের অবদানের গুরুত্ব বিবেচনা করে প্রতিবছরের মতো এ বছরও ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০১৫’ উদযাপিত হচ্ছে।
দিবসটি উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মরত বাংলাদেশিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাষ্ট্রপতি।
বাণীতে রাষ্ট্রপতি বলেন, ‘জাতীয় অর্থনীতিতে অভিবাসী ভাইবোনদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য তাঁদের সার্বিক কল্যাণ নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ।’ তিনি বলেন, ‘বিদেশে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান, প্রবাসীদের কল্যাণ এবং নতুন নতুন শ্রমবাজার অনুসন্ধানসহ সামগ্রিক অভিবাসন ব্যবস্থাপনার উন্নয়নে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে চলেছে।’
এ ছাড়া বৈদেশিক কর্মসংস্থান ব্যবস্থাপনার উন্নয়ন এবং নিরাপদ অভিবাসন প্রক্রিয়া সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি বৈদেশিক কর্মসংস্থান কার্যক্রম ত্বরান্বিত করবে বলেও বাণীতে উল্লেখ করেন আবদুল হামিদ।
আবদুল হামিদ জানান, প্রবাসী কর্মীরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক খাতকে শক্তিশালী করছেন। পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে বাংলাদেশের সুনাম ও মর্যাদা আরও বৃদ্ধি করছেন। এ ছাড়া তাঁরা দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
বিদেশে প্রত্যেক অভিবাসী কর্মী যেন দেশের জন্য শুভেচ্ছাদূত হিসেবে কাজ করতে পারেন, সে লক্ষ্যে বিদেশি ভাষাসহ প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি বলেও বাণীতে উল্লেখ করেন আবদুল হামিদ।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন