‘অভিমান’-এ সরে গেলেন বাপ্পি

কথায় বলে ‘মরার ওপর খাড়ার ঘা’। বছর শেষে ঢাকাই চলচ্চিত্রে এমনটাই ঘটেছে। চলতি বছরের শেষের দিকে ঢাকাই চলচ্চিত্রে বেশ কয়েকটি বিগবাজেটের সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তি পাওয়া এ সিনেমাগুলো আশানুরুপ সফল হতে পারেনি। আগামী ৩০ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘মিসডকল’ শিরোনামের সিনেমাটি।
বাপ্পি-মুগ্ধতা অভিনীত এ সিনেমা মুক্তির জন্য সকল প্রস্তুতি সম্পন্নও করেছেন পরিচালক। হঠাৎ করে টলিউডের জিৎ অভিনীত ‘অভিমান’ সিনেমাটি মুক্তির তারিখ ঠিক করেছে ৩০ ডিসেম্বর। মন্দার বাজারে একই দিনে দুটি বাণিজ্যিক সিনেমা মুক্তি পেলে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্থ হবেন প্রযোজক। তাই সিনেমার নামের মতো অনেকটা অভিমান করেই সরে গেল বাপ্পির ‘মিসডকল’।
এ প্রসঙ্গে মিসডকল সিনেমার পরিচালক বলেন, ‘আমাদের সিনেমার বাজার খুবই ছোট। তাছাড়া সিনেমার মন্দা অবস্থা যাচ্ছে। এমন অবস্থায় একই দিনে দুটি সিনেমা মুক্তি পেলে আর্থিকভাবে লোকসান হবে। তাই বাধ্য হয়েই সরে দাঁড়িয়েছি।’
তিনি আরো বলেন, ‘ইতোমধ্যে আমরা সিনেমাটি মুক্তির জন্য সব প্রস্তুতি শেষ করেছি। এভাবে ভিন দেশীয় সিনেমা হঠাৎ করে মুক্তির তারিখ দিয়ে আমাদের আর্থিকভাবে ক্ষতি করছে।’
কলকাতার সুপারস্টার জিৎ অভিনীত ‘অভিমান’সিনেমাটি আমদানি করেছে খান ব্রাদার্স ফিল্মস। পরিবেশনায় আছে জাজ মাল্টিমিডিয়া। এর মাধ্যমে ঢালিউড ইন্ডাস্ট্রি বছর শেষ করছে কলকাতার সিনেমা মুক্তি দিয়ে। এখন পর্যন্ত এ সিনেমাটি ৫০টির মতো সিনেমা হলে মুক্তি দেয়ায় প্রক্রিয়া শেষ হয়েছে বলে জানান খান ব্রাদার্স ফিল্মসের কর্ণধার সাইফুল ইসলাম চৌধুরী।
রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘অভিমান’সিনেমাটি কলকাতায় মুক্তি পায় গত দুর্গা পূজায়। এটি প্রযোজনা করেছে রিলায়েন্স এন্টারটেইনমেন্ট, গ্রাসরুট এন্টারটেইনমেন্ট। সিনেমাটিতে জিতের সঙ্গে জুটি বেঁধেছেন শুভশ্রী। এছাড়াও অভিনয় করেছেন সায়ন্তিকা, খরাজ মুখার্জি, অঞ্জনা বসু প্রমুখ।
কলকাতার সিনেমা বাংলাদেশে মুক্তির বিপক্ষে আন্দোলন করে আসছিল চলচ্চিত্র সংশ্লিষ্টরা। এরপরও অনায়াসে ভারতীয় বাংলা ও হিন্দি সিনেমা মুক্তি পেয়ে আসছে। এ নিয়ে চলচ্চিত্র অংঙ্গনসহ সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন