অভিযুক্তদের সঙ্গে নিয়েই জবি ক্যাম্পাসে ঢুকলেন ছাত্রলীগের তদন্ত কমিটির সদস্যরা

মেয়াদোত্তীর্ণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটির সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জারে মেডিকেলের প্রশ্নফাঁসের অভিযোগ উঠে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের সব টেন্ডার সভাপতি ইব্রাহিম ফরাজি ও সাধারণ সম্পাদক আকতার হোসাইনের নিয়ন্ত্রণে রাখাসহ বিভিন্ন চাঁদাবাজির অভিযোগও রয়েছে। এসব বিষয়ে তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করে ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ। মঙ্গলবার কেন্দ্রের তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এলে অভিযুক্ত নেতাকর্মীদের দিয়ে প্রটোকল নিতে দেখা যায় তাদের।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার বিকাল ৪টায় কেন্দ্রীয় ছাত্রলীগের গঠিত তদন্ত কমিটির দুই সদস্য ছাত্রলীগের সহসভাপতি তাহসান আহমেদ রাসেল ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হীল বারী জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন সরেজমিনে তদন্ত করতে। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে তাদের প্রটোকল দিয়ে নিয়ে আসে শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজি ও সাধারণ সম্পাদক আকতার হোসাইন। সঙ্গে ছিল আরও নানা অভিযোগে অভিযুক্ত নেতাকর্মীরা, যাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে চাঁদাবাজি, সাংবাদিক হেনস্তা, শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণের সংবাদ প্রকাশ হয়েছে গণমাধ্যমে।
এ বিষয়ে তদন্ত কমিটির সদস্য তাহসান আহমেদ রাসেল ঢাকা টাইমসকে বলেন, আমরা ক্যাম্পাসে এসেছি। তাদের বারবার বলেছি যেন আমাদের সঙ্গে না আসে। তবে কেউ যদি এসে আমাদের সালাম দেয়, সঙ্গে থাকার চেষ্টা করে তাহলে আমরা তো আর গায়ে হাত দিতে পারি না। আমরা সর্বোচ্চ বলতে পারি তোমরা সরে যাও, আমাদের আশেপাশে থেকো না। তাদের যতটুকু বুঝিয়ে বলা যায় আমরা ততটুকু চেষ্টা করেছি। তবে একপর্যায়ে যখন আমরা ভিসির রুমে যাই তখন তাদের সরাসরি না করে দেই যে আমাদের সঙ্গে তোমরা কেউ আসবে না।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন