বুধবার, এপ্রিল ৯, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অভিযোগ নেই, দেশই আমাদের সবকিছু দিয়েছে : শাহরুখ

বলিপাড়ার দুই খানের দ্বৈরথ আবার জমে উঠেছে৷ অসহিষ্ণুতা নিয়ে আরও একবার মুখ খুললেন শাহরুখ খান৷ তবে এবারে তাঁর কথায় থাকল আমির খানকে জবাব দেওয়ার রেশ৷ কিছুদিন আগেই আমির জানিয়েছিলেন দেশের সাম্প্রতিক অবস্থা নিয়ে তাঁর স্ত্রী এতটাই আতঙ্কে আছেন যে, বাচ্চার ভবিষ্যতের কথা মাথায় রেখে দেশ ছাড়তে হবে কি না সে শঙ্কাও প্রকাশ করেছেন৷ সেই মন্তব্যের প্রেক্ষিতেই শাহরুখ যেন জানালেন, দেশ নিয়ে তার কোনও অভিযোগ নেই৷ বলিউড স্টারদের যা কিছু বিত্ত-বৈভব-সম্মান তা এই দেশই দিয়েছে৷

আমিরের এ মন্তব্যের নানা ব্যাখ্যা ইতোমধ্যেই হয়েছিল৷ গায়ক অভিজিতের মতো কট্টর হিন্দুত্ববাদী তথা স্বঘোষিত ‘দেশপ্রেমিক’ খোলা চিঠিতে আমিরকে তুলোধনা করেছিলেন৷ অনুপম খের জানিয়েছিলেন, এ দেশেই তাঁকে সুপারস্টার তৈরি করেছে, স্ত্রীকে যেন সে কথা বলেন আমির৷ পালটা জবাব দিয়ে কেউ কেউ বলছিলেন,আমির স্বীয় প্রতিভাতেই স্টার বনেছেন৷ বিতর্কের মুখে পুনরায় মুখ খোলেন আমির৷ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি জানান, তিনি দেশ ছাড়ার কথা বলেননি৷ তিনি যা বলেছিলেন সেই অবস্থান থেকে তিনি সরেও যাচ্ছেন না৷ রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার উদ্ধৃতি দিয়ে দেশের সংহতি, সংস্কৃতি, বহুত্ববাদের কথা তুলে ধরেন তিনি৷

আমিরের আগে অসহিষ্ণুতা নিয়ে মুখ খুলে সংঘ পরিবারের কোপে পড়েছিলেন শাহরুখ খানও৷ ৫০ তম জন্মদিনের সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, দেশ এখন অসহিষ্ণুতার শীর্ষে৷ এরকম চলতে থাকলে দেশের অধিবাসীরা যে অন্ধকার যুগে ফিরে যাবে এমন মতও প্রকাশ করেছিলেন তিনি৷ কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, দেশ নিয়ে তাঁর কোনও অভিযোগ নেই৷ ধর্মীয় অসহিষ্ণুতার কোনও প্রশ্নই নেই৷ বলিউডি স্টার হিসেবে তাঁরা যা পেয়েছেন তা এই দেশেই তাঁদের দিয়েছে৷ আরও একধাপ এগিয়ে তিনি বলেন, ‘‘ আমি আমার সন্তানদের বলি ধর্ম দিয়ে কোনওকিছু বিচার না করতে৷ ধর্ম নিয়ে ছোটখাটো ঝামেলা চলতেই থাকে৷ কখনও কখনও কেউ প্রেক্ষিতের বাইরে গিয়ে মন্তব্য করে ফেলেন ৷ কিন্তু তার মানে এই নয় যে, দেশ আমার প্রতি অসহিষ্ণু হয়ে উঠছে৷’’

স্পষ্টতই ব্যক্তিগত জায়গায় দেশের বিরুদ্ধে তার অভিযোগহীন অবস্থান পরিষ্কার করে দিয়েছেন কিং খান৷ বলিঅন্দরে জল্পনা, তবে কি আমিরকেই জবাব দিলেন শাহরুখ? আমির অসহিষ্ণুতা প্রসঙ্গেই ব্যক্তিস্বার্থ সামনে টেনে এনেছিলেন৷ ভয়ের আবহে সন্তানের নিরাপত্তা নিয়ে তাঁর স্ত্রীর স্বাভাবিক শঙ্কার থেকেও সমালোচনার ঢেউ উঠেছিল, তাঁর স্ত্রীর দেশ ছাড়ার আশঙ্কা নিয়ে৷ প্রশ্ন উঠেছিল, কেন শঙ্কায় দেশ ছাড়ার ভাবনা? কেন দেশে থেকেই পরিবর্তনের চিন্তা নয়? আজ শাহরুখ ব্যক্তিগত জায়গা থেকে তাই পরিষ্কার করে জানিয়ে দিলেন, এহেন কোনও শঙ্কা অন্তত তার পরিবারে নেই৷ দেশের অসহিষ্ণুতা নিয়ে তাঁর মন্তব্যে অনড় থাকলেও, ব্যক্তিগতভাবে দেশের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই বলেই জানিয়েছেন তিনি৷

খান সাম্রাজ্যে আগে বিরোধের আবহ থাকলেও, স্মরণকালের অতীতে তা অনেকটাই বন্ধুত্বের পরিবেশে বদলে গিয়েছিল৷ শাহরুখের এ মন্তব্যের পর অনেকেই মনে করছেন, তবে কি আবার দুই খানের দ্বৈরথ জমে উঠল?

এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে

চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম

২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির

দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন

  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত
  • এবার পরিবারের পছন্দে বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান
  • বুবলী আগে থেকেই বিবাহিত, সেখানে একটি মেয়েও আছে: সুরুজ বাঙালি
  • এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা
  • অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন
  • এক রোমাঞ্চকর অসমাপ্ত ভ্রমণ গল্প