`অভিযোগ ওঠা পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা`
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, যে সকল পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে ওইসব অভিযোগের তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্যরা শনিবার সকাল ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়। এ সময় ডিএমপি কমিশনার সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিস্ফোরিত জনগণকে নিয়ন্ত্রণে আনার জন্য সামান্য পুলিশ সদস্য দিয়ে দায়িত্ব পালন করতে গিয়ে দুই একটি ঘটনা ঘটে থাকে। কিন্তু তদন্ত সাপেক্ষে সেগুলির বিচার হয়ে থাকে। সম্প্রতি যেসব পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করা হবে। মিডিয়ায় মাত্র দুএকটি ঘটনা এসে থাকে। অনেকের শাস্তি হয়ে গেছে কিন্তু ওইসব ঘটনা মিডিয়ায় আসেনি- এমন উদাহরণ অনেক আছে। পুলিশ অপেশাদার আচরণ করলে তাকে শাস্তি পেতে হবে- এটি নিশ্চিত।’
জনগণের সহযোগিতা চেয়ে তিনি বলেন, ‘জনগণকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যরা জনগণকে বন্ধুর মতো রেখে কাজ করবেন। বিভিন্ন অপরাধী ধরতে জনগণকে পুলিশের পাশে দাঁড়িয়ে কাজ করতে হবে।’
সম্প্রতি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন হয়। সেই কমিটির সভাপতি নির্বাচিত হন গাজীপুর জেলার পুলিশ সুপার হারুন অর রশীদ। সাধারণ সম্পাদক নির্বাচিত হন তেজগাঁও বিভাগের উপ কমিশনার বিপ্লব কুমার সরকার। নব নির্বাচিত সেই কমিটিকে নিয়ে আছাদুজ্জামান মিয়া বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে যান।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন