অভিযোগ দিতে হরদোই থানায় নারী, গা মালিশ করাল ডিউটি অফিসার!

অভিযোগ করতে থানায় যান এক নারী। সেই নারীকে দিয়ে নিজের উদোম গা মালিশ করালেন থানার ডিউটি অফিসার।
এ ঘটনার দৃশ্য সামাজিক মাধ্যমে এলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। দ্রুত গা মালিশ করার ছবিটি ভাইরাল হয়ে যায়। এ নিয়ে বইছে সমালোচনার ঝড়।
ভারতের উত্তর প্রদেশের হরদোই জেলার একটি থানায় গত বৃহস্পতিবার এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, একটি অভিযোগ জানাতে থানায় গিয়েছিলেন এক নারী। ওই সময় থানায় ডিউটিরত অফিসার তাকে বলেন, তার অভিযোগ নেয়া হবে যদি তিনি তার গা মালিশ করে দেন। ওই নারীকে একপ্রকার জোরও করা হয়। উপায় না দেখে, ওই নারী পুলিশ অফিসারের গা মালিশ করে দেন।
এদিকে ছবিটি হু হু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় নিন্দার ঝড় ওঠে। স্থানীয় মহিলা সমাজকর্মীরা অভিযুক্তের শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ-মিছিল করেন। স্মারকলিপি পাঠানো হয় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীকেও।
তবে পুলিশের একটি অংশের দাবি, অভিযোগ সত্য নয়। ওই নারী অভিযোগ দায়ের করতেও আসেননি। তিনি একজন দেশি আয়ুর্বেদিক মালিশ তেল বিক্রেতা, যা গেঁটে ব্যথার জন্য উপকারী।
ওইদিন তিনি ওই অফিসারকে দেখাচ্ছিলেন, কীভাবে ওই তেল ব্যবহার করতে হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন