অভিষেকেই প্রতিপক্ষকে গালাগাল করলেন তানভীর!

যতটা অপ্রত্যাশিত ভাবে তিনি লাইম লাইটে এসেছিলেন তার চাইতেও বেশি অপ্রত্যাশিত ভাবে অভিষেক হয়ে গেল তার। তিনজন নিয়মিত ক্রিকেটার দলে না থাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে গতকাল নেলসনে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামার সুযোগ পান তানভীর হায়দার।
তেমন উল্লেখযোগ্য কোনো পারফর্মেন্স না করতে পারলেও প্রতিপক্ষ ব্যাটসম্যানকে গালাগাল করে তিরস্কৃত হতে হয়েছে তাকে!
কোচের চোখে ‘দারুণ বল করা’ তানভীর সিরিজ হাতছাড়া করা দ্বিতীয় ওয়ানডেতে ৮ ওভার বল করে ৪৭ রান দিয়ে উইকেটশুন্য থাকেন। কিউই ইনিংসের ১৯তম ওভারে তারভীরের শেষ বলে বাউন্ডারি হাকিয়েছিলেন কিউই ব্যাটসম্যান ব্রুম। এরপরই ব্রুমকে উদ্দেশ্যে খারাপ ভাষা ব্যবহার করেন তানভীর। তার খারাপ ভাষা শুনে ফেলে অন-ফিল্ডে থাকা আম্পায়াররা। এরপর দলের বিপদের সময় ৭ নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ২ রান করেই আউট হয়ে যান।
ম্যাচ শেষে তানভীরের বিপক্ষে ম্যাচ রেফারির কাছে অভিযোগ আনেন ম্যাচের দুই আম্পায়ার। ফলে আচরণবিধি-১ ভঙ্গ করায় শাস্তি হিসেবে তানভীরকে তিরস্কার করে আইসিসি। সেই সাথে তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়। আগামী ২৪ মাসের মধ্যে তার ডিমেরিট পয়েন্ট চার বা বেশি হলে, আন্তর্জাতিক ম্যাচে নিষিদ্ধ হতে পারেন তানবীর।
আইসিসির নিয়মনুযায়ী, ২ ডিমেরিট পয়েন্ট হলে একটি টেস্ট, দুটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ হবেন খেলোয়াড়রা। তানভীর অবশ্য অপরাধ স্বীকার করায় নিষেধাজ্ঞা কিংবা জরিমানার মুখে পড়তে হয়নি তাকে। আন্তর্জাতিক ক্রিকেটে এমন একটা অভিষেক নিশ্চয়ই কোনো ক্রিকেটারের কাছ থেকে কাম্য নয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন