অভিষেকের অপেক্ষায় অধিনায়ক তামিম

২০১০ সালের ডিসেম্বরে সাকিব আল হাসানের দলে সহ-অধিনায়কের দায়িত্ব পান তামিম ইকবাল। শুরুটা ভালো হলেও ২০১১ সালে জিম্বাবুয়ে সিরিজের পর সাকিব ও তামিম দুজনকেই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর ২০১৪ সালে শ্রীলঙ্কা সফরের আগে আবার সহ-অধিনায়কের দায়িত্ব পান তামিম। তখন থেকেই মুশফিকের ডেপুটি হিসেবে কাজ করছেন তিনি।
প্রায় তিন বছর পর এবার অধিনায়ক হিসেবেই দেখা যাবে তামিমকে। ওয়েলিংটন টেস্টে আঙুলে চোট পাওয়ায় সিরিজের দ্বিতীয় টেস্টের দলে জায়গা পাননি মুশফিকুর রহিম। অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে নিয়ে ঝুঁকি নিতে চান না নির্বাচকরা। তাই দ্বিতীয় টেস্টে জাতীয় দলকে নেতৃত্ব দেবেন তামিম। ক্রাইস্টচার্চে কেন উইলিয়ামসনের সঙ্গে টস করতে নামবেন মারকুটে এই ব্যাটসম্যান।
আজ সংবাদ সম্মেলেনে তামিম জানান, ঊরুর ইনজুরিতে পড়ায় ইমরুল কায়েসের বদলে ব্যাটিংয়ে উদ্বোধন করবেন সৌম্য সরকার। আর উইকেটের পেছনে মুশফিকের দায়িত্ব পালন করবেন টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা নুরুল হাসান সোহান। অভিজ্ঞ এ দুই ব্যাটসম্যান না থাকলেও বাংলাদেশ ভালো খেলবে বলে আশা প্রকাশ করেন তামিম। তিনি বলেন, ‘তারা দুর্দান্ত ক্রিকেটার। তাদের স্থান পূরণ হওয়ার নয়। তবে সৌম্য ও সোহান দুজনেই পরীক্ষিত। তারা জানে, তাদের কী করতে হবে। টি-টোয়েন্টি সিরিজে সৌম্য রানে ফিরেছে। ওয়ানডেতে মুশফিকের জায়গায় ভালো খেলেছে সোহান। তাই ব্যালান্স দল নিয়েই মাঠে নামব আমরা।’
প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে হুড়মুড় করে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। তবে এই টেস্টে আরো ভালো ক্রিকেটের ইঙ্গিত দিলেন তামিম। জাতীয় দলে এই প্রথম অধিনায়ত্ব করলেও ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন