অভিষেকে শতক, অভিষেকে শূন্য!
শতক করে অভিষেক টেস্টটা স্মরণীয় করে রাখতে কে না চান! টেস্ট ক্রিকেটের ইতিহাসে এখন পর্যন্ত অনেক ব্যাটসম্যানই পেয়েছেন অভিষেক টেস্টেই শতকের দেখা। অভিষেক টেস্টে শূন্য রানে আউট হওয়ার হতাশাতেও ডুবতে হয়েছে অনেককে। কিন্তু টেস্ট ক্যারিয়ারের প্রথম ম্যাচে শতক করার আনন্দ ও শূন্য রানে আউটের হতাশার মিশ্র প্রতিক্রিয়া নিয়ে মাঠ ছেড়েছেন মাত্র চারজন। সর্বশেষ এই বিরল কীর্তিটি দেখা গেছে ইংল্যান্ডের তরুণ ব্যাটসম্যান কিটন জেনিংসের সৌজন্যে।
ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ১১২ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন জেনিংস। তাঁর ব্যাট থেকেই এসেছিল দলের সর্বোচ্চ রান। কিন্তু দ্বিতীয় ইনিংসে বাঁহাতি এই ওপেনার আউট হয়ে গেছেন প্রথম বলেই। খুলতে পারেননি রানের খাতা।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে এমন ঘটনা এর আগে দেখা গেছে মাত্র তিনবার। সর্বশেষ ঘটনাটি ২০ বছর আগের। ১৯৯৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের অভিষেক টেস্টের প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়ে গিয়েছিলেন পাকিস্তানের মোহাম্মদ ওয়াসিম। কিন্তু দ্বিতীয় ইনিংসে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। সাত নম্বরে ব্যাট করতে নেমে খেলেছিলেন ১০৯ রানের অপরাজিত ইনিংস।
এর আগের ঘটনাটি ১৯৯২ সালের। বারবাডোসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক টেস্টেই ১৬৩ রানের লড়াকু ইনিংস খেলেছিলেন দক্ষিণ আফ্রিকার ওপেনার অ্যান্ড্রু হাডসন। কিন্তু দ্বিতীয় ইনিংসে তিনি আউট হয়ে গিয়েছিলেন শূন্য রানে। খেলেছিলেন মাত্র দুটি বল।
একই টেস্টে শতক ও শূন্য রানে আউট হওয়ার মিশ্র অনুভূতি প্রথম পেয়েছিলেন ভারতের গুনধাপ্পা বিশ্বনাথ। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের প্রথম ইনিংসে তিনি আউট হয়েছিলেন শূন্য রানে। কিন্তু দ্বিতীয় ইনিংসে খেলেছিলেন ১৩৭ রানের ঝলমলে ইনিংস।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন