অমিতাভের ধারে কাছে নেই শাহরুখ-আমির!

তারকাদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম এখন গুরুত্বপূর্ণ একটি প্লাটফর্ম হিসেবে বিবেচিত। প্রতিনিয়ত সোশাল সাইটে আপডেটের মাধ্যমে ভক্ত অনুসারিদের সাথে সখ্যতা গড়ে উঠে তাতে। আর এই মাধ্যমটিতে প্রবীণদের চেয়ে বেশি সরব থাকতে দেখা যায় তুলনামূলক নবীনদের। অথচ সোশাল সাইটে বুড়ো অমিতাভ বচ্চনের ধারে কাছেও নেই বলিউড সুপারস্টার আমির খান ও শাহরুখ খান!
হ্যাঁ। বয়সে বুড়িয়ে গেলেও অভিনেতা হিসেবে এখনও পূজনীয় মেগাস্টার অমিতাভ বচ্চন। এমনকি বয়সে বুড়ো হলেও মনে প্রাণে তিনি এখনও তরুণই! তা না হলে তরুণদের সামাজিক যোগাযোগের প্লাটফর্ম টুইটার ও ফেসবুকেও তিনি কেন বলিউডের তরুণদেরও পেছনে ফেলে যাবেন!
ফেসবুক টুইটারে সরব অমিতাভ। প্রায়শই বিভিন্ন বিষয়ে স্মৃতিচারণসহ নিয়মিত খবরে আপডেট দিয়ে থাকেন তিনি। নতুনকে বরণ করে নেয়া এই মেগাস্টার এবার সবাইকে পিছনে ফেলেছেন। কারণ ফেসবুকে তাকেই সবচেয়ে বেশি মানুষ অনুসরণ করেন। ২৪ মিলিয়নের চূড়া স্পর্শ করলেন এই অভিনেতা।
যেকোনো অঙ্গনের একজন সুপারস্টার সর্বদায় সাধারণ মানুষের কাছে অনুসরণীয়। তাই বলে অমিতাভ বচ্চনকে ২কোটি ৪০ লাখ মানুষ অনুসরণ করবে! যেখানে শাহরুখ খানকে ফেসবুকে এই মুহূর্তে অনুসরণ করেন মাত্র দুই কোটি মানুষ, আর আমির খানকে অনুসরণ করছেন দেড় কোটি মানুষ!
ফেসবুকে দুই কোটি ৪০ লাখ মানুষ অনুসরণ করায় উচ্ছ্বসিত অমিতাভ বচ্চনও। তাই তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তাকে যারা অনুসরণ করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। বলেন, আপনাদের ভালোবাসা আর আশির্বাদের জন্যই আমি আজ এই পর্যন্ত আসতে পেরেছি।
শুধু ফেসবুকেই না ভারতে টুইটারেও তারকাদের মধ্যে সবচেয়ে বেশি মানুষ অনুসরণ করেন মেগাস্টার অমিতাভ বচ্চনকে। এই মাধ্যমেও দ্বিতীয় অবস্থানে আছেন শাহরুখ। আর তৃতীয় স্থানে সুপারস্টার সালমান খান।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন