অরণ্য সিংহ রায়ের মৃত্যু! তাহলে কি পাখি বন্ধ?
বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের প্রোমোতে ঘটা করে দেখানো হচ্ছে অরণ্য-পাখির বিয়ে৷ কিন্তু চরম খবর এটাই যে, অরণ্য মারা যাবে আগামিকালই! খবরে অন্য সময়।
বাংলা টেলিভিশন সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক ‘বোঝেনা সে বোঝেনা’৷ আর সেই ধারাবাহিকের অরণ্য সিংহ রায় এখন জনপ্রিয়তার তুঙ্গে৷ মানে যশ দাশগুপ্ত৷ তিনি এই ধারাবাহিকে একদিনের এপিসোডে না থাকলে নাকি ফ্যানদের মনখারাপ হয়ে যায়৷
কিন্তু আপনি যদি এমন ফ্যান হন এএসআর-এর, তা হলে মনকে শক্ত করুন৷ শোনা যাচ্ছে এই চরিত্রর মৃত্যু আসন্ন ‘বোঝে না সে বোঝে না’-তে৷
প্রটাগনিস্টের মৃত্যু? তা হলে কি ধারাবাহিক বন্ধ?
বালাইষাট! ধারাবাহিক নাকি চলবে রমরমিয়ে৷ কিন্তু ধারাবাহিকের নায়িকা পাখি হয়ে যাবে একলা৷ বা কিছুদিন পরই হয়তো দেখা গেল, তার জীবনে নতুন কোনও প্রেমিক এসেছে৷ স্টুডিও পাড়ায় খোঁজখবর নিয়ে দেখা গেল, কেউ মুখ খুলতে নারাজ!
তা হলে তো একমাত্র উপায় যশ দাশগুপ্ত-র নম্বর ঘোরানো! আপনি নাকি আর ‘বোঝে না সে বোঝে না’ করবেন না? যশ বলছেন, ‘এমনিতে ‘বোঝে না সে বোঝে না’ আমার সন্তানের মত৷ এই ধারাবাহিকের সঙ্গে আমার সম্পর্ক অটুট৷ তবে শ্যুটিং করতে এসে জানলাম আপাতত আমার চরিত্র আর থাকছে না এই ধারাবাহিকে৷ আর চিত্রনাট্য যেভাবে এগোবে, সেটা তো মেনে নিতে হবেই!’
যশের কথা শুনেও মনে হয়, যা রটে তার কিছুটা বটে! তবে পুরোটা নয়৷ মৃত্যুর পরও দর্শকের চাহিদায় নতুনভাবে ফিরে এসেছেন ধারাবাহিকের নায়ক, এমনটা অতীতে ঘটেছে বহুবার৷ এবার কী হবে? দেখতে থাকুন!
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন