অরিজিৎয়ের সঙ্গে কথা বলবেন না সালমান

বলিউডের দাবাং খান একবার যার ওপর রেগে যান, তার অবস্থা নাজেহাল করে ছাড়েন। তার জলন্ত উদাহরণ সম্ভারনায়ময় নায়ক বিবেক ওবরয়। হাজারবার ক্ষমা চেয়েও বিবেক সালমানের কাছ থেকে ক্ষমা পাননি। সেই ক্ষমা না পাওয়ার তালিকায় যুক্ত হলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজৎ সিং।
সালমান খান ভীষণ ক্ষেপেছেন অজিতের ওপর। এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অরিজিৎয়ের কোনো এককথায় সালমান অপমানিতবোধ করেন। আর সেই থেকে ওই শিল্পীর ওপর ভীষণ রেগে আছেন সালমান।
অবশ্য অরিজিৎ বিষয়টি বুঝতে পেরে, সাল্লু ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে একটি খোলা চিঠি দিয়েছেন। আর সেই খোলা চিঠিতে আগামী ৬ জুলাই মুক্তি পাওয়া সালমান অভিনীত ‘সুলতান’ ছবিতে তার গাওয়া একটি গান যেনো বাদ দেওয়া না হয়, সেই অনুরোধ করেছেন।
ভারতীয় মিডিয়ার সূত্র বলছে, ‘সুলতান’ অরিজিতের গাওয়া গানটি বাদ না দেওয়ায় হয়তো বরফ গলেছে সালমানের। তবে সালমানের ঘনিষ্ঠ সূত্রের দাবি, ছবি থেকে গানটি বাদ না দিলেও অরিজিতের শত অনুরোধ সত্ত্বেও তার সঙ্গে দেখা করতে বা কথা বলতে কোনও মতেই রাজি নন তিনি।
এখন দেখার পালা সালমানের রেগে যাওয়া মন অরিজিত তার সুর দিয়ে গলাতে পারেন কি না।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন