অরিজিৎ সিংহ সম্পর্কে ১০টি তথ্য আপনি জানেন না

অরিজিৎ সিংহকে বর্তমান বলিউড সংগীতের বাদশা বলে মনে করেন অনেকেই। ২০০৫ সালে টেলিভিশন রিয়ালিটি শো ফেম গুরুকুল থেকে তাঁর উত্থানের শুরু। আর এখন তাঁর কন্ঠ জয় করেছে শ্রোতাদের হৃদয়। নীচে রইল অরিজিৎ সিংহ সম্পর্কে ১০টি তথ্য যা হয়ত অনেকেই জানেন না:
১. হাই স্কুল মিউজিকাল ২ (২০০৭) নামের ফিল্মের অল ফর ওয়ান গানটি সিনেমা জগতে অরিজিতের প্রথম গাওয়া গান । ফিল্মটির সংগীত পরিচালক ছিলেন শঙ্কর-এহসান-লয়।
২. অরিজিৎ ক্লাসিকাল সংগীতের তালিম নিয়েছেন গুরু রাজেন্দ্রপ্রসাদ হাজারির কাছে, তবলা শিখেছেন ধীরেন্দ্রপ্রসাদ হাজারির কাছে, আর লোকসংগীত শিখেছেন বীরেন্দ্রপ্রসাদ হাজারির কাছে।
৩. গানের পাশাপাশি সাইকেল চালানো, ফোটোগ্রাফি, আর বাংলা গল্প-উপন্যাসের প্রতি যথেষ্ট আগ্রহ রয়েছে অরিজিতের।
৪. গুলাম আলি, মেহেদি হাসান, আর জগজিৎ সিংহ অরিজিতের প্রিয় গায়ক।
৫. সংগীত জীবনের প্রথম দিকে প্রীতম, শঙ্কর-এহসান-লয়, বিশাল-শেখর, মিঠুনের মতো সংগীত পরিচালকের সহকারী হিসেবে কাজ করেছেন অরিজিৎ।
৬. বলিউডে অরিজিতের অভিষেক ঘটে মিঠুনের সুরে ‘মার্ডার টু’-এর ‘ফির মহব্বত’ গান দিয়ে।
৭. ২০১৪ সালে নিজের ছোটবেলার বান্ধবী কোয়েল রায়কে বিয়ে করেন অরিজিৎ। এটি ছিল তাঁর দ্বিতীয় বিবাহ।
৮. বেশ কিছু টেলিভিশন শো-এর জন্যও গান গেয়েছেন অরিজিৎ। সেগুলির মধ্যে ‘দাদাগিরি’ বা ‘তোমায় আমায় মিলের মতো বাংলা টিভি সিরিজও রয়েছে।
৯. নিজের গাড়িতে চড়ার বদলে, এখনও আর পাঁচটা সাধারণ মানুষের মতো পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করতে ভালবাসেন অরিজিৎ।
১০. অরিজিতের স্বপ্ন হল সলমন খানের প্রোডাকশন হাউজের হয়ে কাজ করা এবং বিশাল ভরদ্বাজ পরিচালিত কোনও ছবিতে গান গাওয়া।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন