‘অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস’ এর স্থায়ী পর্যবেক্ষকের মর্যাদা পেল বাংলাদেশ

আমেরিকান রাষ্ট্রগুলোর সংস্থা ‘অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস’ (ওএএস)-এর স্থায়ী পর্যবেক্ষকের মর্যাদা লাভ করেছে বাংলাদেশ।
ওএএস-এর মহাসচিব লুইস অ্যালমাগরো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর কাছে পাঠানো এক চিঠিতে বলেন, ‘এই মর্যাদা লাভের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং আমেরিকার জনগণের অভিন্ন স্বার্থে আমাদের সংস্থা ও আপনাদের দেশের মধ্যে আমি দৃঢ় বন্ধন ও সহযোগিতা প্রত্যাশা করি।
আজ ঢাকায় প্রাপ্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এর আগে বাংলাদেশ ‘অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস’ (ওএএস)-এর স্থায়ী পর্যবেক্ষকের মর্যাদার জন্য আবেদন করে।
বিশ্বের প্রথম বহুপাক্ষিক আঞ্চলিক সংগঠন ‘অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস’ (ওএএস) ১৯৪৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। ওই সময় সংস্থাটি পারস্পরিক সম্মতির ভিত্তিতে ল্যাটিন আমেরিকার ২০টি দেশের বিভিন্ন ইস্যুর সমাধান করত।
বর্তমানে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের ৩৫টি দেশ এর সদস্য। পাশাপাশি বিশ্বের ৭২টি দেশ এই সংস্থার স্থায়ী পর্যবেক্ষক।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন