অর্জনকে প্রশ্নবিদ্ধ করতেই হত্যাকাণ্ড : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইতালির ও জাপানের যে দুই নাগরিককে হত্যা করা হয়েছে তা সরকারের এই অর্জনকে প্রশ্নবিদ্ধ করতে। রোববার বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্মেলনে জাতিসংঘের ৭০তম অধিবেশনে বাংলাদেশের অবস্থানের পাশাপাশি বিভিন্ন দিক নিয়ে দেশবাসীকে অবগত করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, এবারের অধিবেশন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) এর ধারাবাহিকতায় এবারের অধিবেশনে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) গৃহীত হয়েছে। ১৭টি আশু উন্নয়নের লক্ষ্য সুনির্দিষ্ট করে ১৬৯টি লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
তিনি বলেন, গুলশানে ইতালির নাগারিককে যেভাবে হত্যা করা হয়েছে, ঠিক একইভাবে রংপুরে জাপানের নাগরিককে হত্যা করা হয়েছে। দুজন বিদেশি হত্যার ঘটনার স্টাইল এক রকম। এতেই প্রমাণিত হয় এটা কিন্তু পরিকল্পিত। দুই বিদেশি হত্যার খুনিদের গ্রেফতার করে বিচার করা হবে।
তিনি বলেন, অস্ট্রোলিয়া টিম দেশে আসলো না। অথচ অস্ট্রোলিয়াতে কী হলো? সেখানে গুলিতে দুইজন মারা গেছেন। এতে তারা কী জাবাব দেবে? আবার আমেরিকায় স্কুলে গুলি করে নয়জনকে মারা হলো। সেখানে কী রেড এলার্ট দেওয়া হয়েছে? শেখ হাসিনা জানান, সরকার উৎখাতে বিএনপি চেয়ারপারসনের মানুষ পুড়িয়ে মারাটা বিশ্বনেতারা ভালো ভাবে নেয়নি।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিশ্ব নেতারা বাংলাদেশের রাজনৈতিক সংকট বা নির্বাচন নিয়ে কিছু বলেনি, দেশের উন্নয়ন নিয়ে কথা বলেছেন। বিশ্ব নেতাদের কাছে সংকট নেই, সংকট দেশের কিছু মানুষের মনে।
এই সংক্রান্ত আরো সংবাদ
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে স্বাগতিক ওয়েস্টবিস্তারিত পড়ুন
রাস্তা আটকে যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীদের বিক্ষোভ
যমুনা ফিউচার পার্কে মোবাইলের দোকানে চুরির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভবিস্তারিত পড়ুন
যে ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা
থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদেরবিস্তারিত পড়ুন