অর্জুনের সঙ্গে অভিনয়ে সোনাক্ষী-পরিণীতির আপত্তি!

সম্প্রতি কারিনা কাপুরের মতো প্রথম সারির অভিনেত্রীর সঙ্গে অভিনয় করেছেন অর্জুন কাপুর। তবে এবার কিনা তার সঙ্গে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেন সোনাক্ষী সিনহা এবং পরিণীতি চোপড়া।
তবে ব্যক্তিগত কোনো কারণে নয় বরং পেশাগত কারণেই তাদের এই আপত্তি বলে জানা গেছে।
ভারতীয় একটি সংবাদমাধ্যম তাদের প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছেন, মুবারাকা শিরোনামের একটি সিনেমায় অভিনয় করছেন অর্জুন কাপুর। এতে দ্বৈত চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমাটিতে অভিনয়ে জন্য নির্মাতা প্রথমে পরিণীতির সঙ্গে যোগাযোগ করলে তিনি অভিনয় করতে অস্বীকৃতি জানান। এরপর সোনাক্ষীকে প্রস্তাব দেওয়া হয়। কিন্তু তিনিও প্রস্তাবটি ফিরিয়ে দেন।
সোনাক্ষী এবং পরিণীতির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার দুটি কারণ জানা গেছে। প্রথমত, সিনেমায় অর্জুন দ্বৈত চরিত্রে অভিনয় করছেন। দ্বিতীয়ত, সিনেমাটিতে অভিনয়ের জন্য এরই মধ্যে আথিয়া শেঠি, ইলিয়েলা ডিক্রুজ এবং আমি জ্যাকসন চুক্তিবদ্ধ হয়েছেন। এত অভিনয় শিল্পীর মধ্যে তাদের চরিত্রটি খুব গুরুত্ব পাবে না। তাই তারা আর এ সিনেমায় চুক্তিবদ্ধ হতে চাইছেন না।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন