অর্থমন্ত্রীকে নিয়ে নানা গুঞ্জন
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ লোপাট নিয়ে এই মুহূর্তে বেশ চাপে রয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।তাকে নিয়ে নানা গুঞ্জন বাজারে।কোনো কথা না বললেও তিনিই এখন গণমাধ্যমের প্রধান শীরোনামে স্থান পাচ্ছেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের পদত্যাগের পর বিষয়টি ইতিবাচক ধারায় অতিবাহিত হলেও দেশের একটি দৈনিকে অর্থমন্ত্রীর সাক্ষাতকার প্রকাশের পর অর্থমন্ত্রীকে নিয়ে রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়ে পড়ে।সেই উত্তাপে ঘি ঢালা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে।
বৈঠকে প্রবীণ রাজনীতিক ও বিশিষ্ট অর্থনীতিবিদ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের তীব্র সমালোচনা করা হয়। এরপরেই সংবাদ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় নানা কানাঘুষা।
জাতীয় ওই দৈনিকটিতে অর্থমন্ত্রীর সাক্ষাতকারটি ছাপা হওয়ার পর অর্থমন্ত্রী তার প্রতিবাদ জানালেও উত্তাপ প্রশমনে কাজ হয়েছে বলে মনে হচ্ছে না।গত কয়েক দিন ধরে সাংবাদিকরাও অর্থমন্ত্রীর নাগাল পাচ্ছেন না।তিনিও সাংবাদিকদের এড়িয়ে চলছেন পরিকল্পিতভাবেই। এর আগে সাংবাদিকবান্ধব প্রবীণ এই রাজনীতিক কখনোই কোনো ইস্যুতে সাংবাদিকদের বিমুখ করেন নাই।কয়েকদিন ধরে সাংবাদিকদের টানা এড়িয়ে চলায় তাকে নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ টাকা লোপাটের ঘটনায় প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন গভর্নর আতিউর রহমান। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভূয়সী প্রশংসা করেন।তবে প্রধানমন্ত্রীর ঐ বক্তব্যের পর অর্থমন্ত্রী তাঁর ঐ সাক্ষাতকারে আতিউরকে তুলোধুনো করেন।তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকে তাঁর অবদান প্রায় শূন্য।তিনি কেন্দ্রীয় ব্যাংকটিকে বাজারে পরিণত করেছেন।রিজার্ভেও তার কোনো অবদান নেই। তিনি কেবল কক্তৃতা দিয়ে বেরিয়েছেন।পিআর-এর দায়িত্ব পালন করেছেন।প
প্রধানমন্ত্রী আতিউরের প্রশংসা করলেও অর্থমন্ত্রীর এই বিরুপ মন্তব্য দলের ভেতরে ক্ষোভের সৃষ্টি হয়েছে।যার প্রতিফলন ঘটে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে।
এই সংক্রান্ত আরো সংবাদ

যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
ইরান-ইসরায়েলের “১২ দিনের যুদ্ধ” থেমেছে, কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষেরবিস্তারিত পড়ুন

টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
ঝিনাইদহে আদালত চত্বরে চাঁদাবাজির মামলার স্বাক্ষীকে হত্যার হুমকি ও মারধরেরবিস্তারিত পড়ুন