অর্ধশতক করে সাজঘরে মাহমুদউল্লাহ
আন্তর্জাতিক ক্রিকেট থেকে দীর্ঘ সময় বাইরে থাকতে হলেও ধার হারাননি তামিম ইকবাল। কমেনি রানের ক্ষুধাও। ২০১৫ সালে যেভাবে শেষ করেছিলেন, ঠিক সেভাবেই শুরু করেছেন আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে। পূর্ণ করেছেন ওয়ানডে ক্যারিয়ারের ৩৩তম অর্ধশতক। তামিমের পর অর্ধশতকের দেখা পেয়েছেন মাহমুদউল্লাহও। তবে ইনিংসটা খুব বেশি বড় করতে পারেননি এই ডানহাতি ব্যাটসম্যান। আউট হয়েছেন ৬২ রান করে। এই প্রতিবেদন লেখার সময় ৪১ ওভার শেষে বাংলাদেশের স্কোর : ২০৪/৪।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো না হলেও দারুণ ব্যাটিং করে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে গেছেন তামিম। ৯৮ বলে ৮০ রানের ইনিংসটি খেলার পথে মেরেছেন নয়টি চার। শতকের পথেও এগিয়ে গিয়েছিলেন অনেকখানি। কিন্তু ৮০ রানেই তামিমকে থামিয়ে দিয়েছেন মিরওয়াইশ আশরাফ। পাঁচ ওভার পর মাহমুদউল্লাহও ফিরেছেন সাজঘরে। তবে তার আগে ৭৪ বলে ৬২ রানের ইনিংস খেলে দলকে বড় সংগ্রহের পথে অনেকখানি এগিয়ে দিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। ১৭ রান নিয়ে উইকেটে আছেন সাকিব আল হাসান।
প্রথম ওভারে মাত্র ১ রানেই সৌম্য সরকারের উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়েছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় উইকেটে ইমরুল কায়েসের সঙ্গে ৮৩ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কাটা ভালোভাবেই সামলে নিয়েছিলেন তামিম। বেশ কয়েকটি জীবন পেলেও লম্বা ইনিংস খেলতে পারেননি ইমরুল। আউট হয়েছেন ৩৭ রান করে। তবে তামিম আরো ভুগিয়েছেন আফগান বোলারদের। তৃতীয় উইকেটে মাহমুদউল্লাহকে সঙ্গে নিয়ে গড়েছেন ৭৯ রানের জুটি।
৩৬তম ওভারে তামিম আউট হয়ে গেলেও উইকেটে টিকে আছেন মাহমুদউল্লাহ। পূর্ণ করেছেন ওয়ানডে ক্যারিয়ারের ১৫তম অর্ধশতক।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে প্রায় ছয় মাস পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন বাংলাদেশের ক্রিকেটাররা। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে শুরুতেই টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর ঠিক আগ দিয়ে বোলিং অ্যাকশন-সংক্রান্ত নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানি। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও তাসকিনকে নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। তবে সানির নাম নেই তিন ম্যাচের এই সিরিজের জন্য ঘোষিত দলে।
তিন পেসারের দল নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে আছেন রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।
বাংলাদেশ দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও তাইজুল ইসলাম।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন